কিম জং উনের বোন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের প্রতি যে বার্তা দিল

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের প্রভাবশালী বোন কিম ইয়ো জং দক্ষিণ কোরিয়ার নতুন উদারপন্থী সরকারের কূটনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

সোমবার (২৮ জুলাই) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতি ‘অন্ধ আস্থায়’ এবং উত্তর কোরিয়ার প্রতি বৈরিতায় কোনো পার্থক্য দেখাচ্ছে না তাদের রক্ষণশীল পূর্বসূরীদের সঙ্গে।

বিশ্লেষকরা বলছেন, বর্তমানে রাশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করায় ব্যস্ত উত্তর কোরিয়া সিউল বা ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সংলাপে ফিরে আসার আগ্রহ দেখাচ্ছে না। বরং দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ফাটল ধরানোই এখন কিম ইয়ো জংয়ের মূল লক্ষ্য।

তিনি বলেন, ‘সিউলে যেকোনো ধরনের নীতি গ্রহণ কিংবা প্রস্তাব আসুক না কেন, আমরা তা নিয়ে আগ্রহী নই। আলোচনার জন্য কোনো প্রয়োজন বা যৌক্তিকতাও নেই।’

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের নেতৃত্বাধীন সরকার গত জুনে দায়িত্ব নেওয়ার পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের আশ্বাস দিয়েছিল। এর আওতায় তারা সীমান্তে লাউডস্পিকার সম্প্রচার বন্ধ করে, প্রচারপত্র বিলির ওপর নিষেধাজ্ঞা দেয় এবং আগত উত্তর কোরীয় নাগরিকদের ফেরত পাঠায়।

কিন্তু উত্তর কোরিয়ার অভিযোগ, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াগুলো ‘আক্রমণের মহড়া’ হিসেবে চালানো হচ্ছে। এ নিয়ে তারা বেশ কয়েকবার বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছে।

এদিকে, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং সোমবার পুনরায় জানান, কোরিয়া উপদ্বীপে পারস্পরিক আস্থা ফিরিয়ে আনা এখন সবচেয়ে জরুরি। তিনি ঐক্য মন্ত্রী চুং দোং-ইয়ংকে আহ্বান জানান উত্তর কোরিয়ার সাম্প্রতিক বিবৃতি নিয়ে পর্যালোচনার জন্য। মন্ত্রী চুং পরে বলেন, তিনি লিকে প্রস্তাব দেবেন যে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া ‘সমন্বয়’ করতে পারে যা হয়তো আলোচনায় ফিরতে পিয়ংইয়ংকে উৎসাহিত করবে।

তবে বিশ্লেষক মুন সিয়ং মুক বলেন, কিম ইয়ো জংয়ের এই বক্তব্য স্পষ্ট করে যে, উত্তর কোরিয়া চায় দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে জোট ভেঙে দিক। কারণ অর্থনৈতিক প্রকল্পগুলো পুনরায় চালু না হওয়া পর্যন্ত তারা আলোচনায় ফিরে আসবে না।

এদিকে, উত্তর কোরিয়া বর্তমানে রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে ইউক্রেন যুদ্ধে সেনা ও অস্ত্র সরবরাহ করে এবং এর বিনিময়ে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে বলে ধারণা। তবে দক্ষিণ কোরিয়াভিত্তিক ওয়ান কোরিয়া সেন্টারের প্রধান কওয়াক গিল সাপ বলেন, রাশিয়া থেকে উত্তর কোরিয়ার পাওয়ার সুযোগ সীমিত। তাই আগামী জানুয়ারিতে শাসক দল ওয়ার্কার্স পার্টির এক বড় সম্মেলনে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে নিয়ে নতুন পরিকল্পনা (প্ল্যান বি ও প্ল্যান সি) তৈরি করতে পারে।

ইওয়া উইমেন্স ইউনিভার্সিটির অধ্যাপক লাইফ-এরিক ইজলি বলেন, ‘কিম ইয়ো জংয়ের বিবৃতি মূলত অভ্যন্তরীণ শ্রোতাদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এতে জাতীয় অহংবোধ জোরদার করার চেষ্টা আছে যা পিয়ংইয়ংয়ের অস্ত্র কার্যক্রমকে ন্যায্যতা দেওয়ার পাশাপাশি ওয়াশিংটন-সিউলের সম্পর্কেও সন্দেহ সৃষ্টি করতে চায়।’

পিএ/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
প্রথমবারের মতো মাতৃত্বের আনন্দে ভাসছেন অহনা Jul 29, 2025
img
‘বিগ বস’-এ যাচ্ছেন না মল্লিকা শেরাওয়াত, গুজব উড়িয়ে দিলেন খোদ নিজেই Jul 29, 2025
img
হৃতিক-কিয়ারার ফ্ল্যাশব্যাক রোমান্স, আসছে ওয়ার ২-এর প্রথম গান Jul 29, 2025
img
কেকেআরের সঙ্গে পথচলা শেষ, বিদায় চন্দ্রকান্ত পণ্ডিতের Jul 29, 2025
img
সংস্কার গভীর না হলে আবারও স্বৈরাচার আসতে পারে : প্রধান উপদেষ্টা Jul 29, 2025
img
তামিম একজন মেগাস্টার : হামজা চৌধুরী Jul 29, 2025
img
বর্তমান সরকারের আমলেই কাঙ্ক্ষিত মামলাগুলোর রায় পাওয়া যাবে: আসিফ নজরুল Jul 29, 2025
img
ছেলের সেঞ্চুরির পর নির্বাচকদের সমালোচনা করেছে ওয়াশিংটনের বাবা Jul 29, 2025
img
সংস্কার প্রস্তাবনা দুই বছরের মধ্যে বাস্তবায়নে একমত বিএনপি Jul 29, 2025
img
তাসকিনের ঘটনার পর নতুন পদক্ষেপ নিচ্ছে বিসিবি Jul 29, 2025
img
রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগে স্থবিরতা, সুদহার অপরিবর্তিত Jul 29, 2025
img
সাকিব একজন আইকন : হামজা চৌধুরী Jul 29, 2025
img
ভারতের ম্যাচে পাকিস্তানের জার্সি পরে আসায় দর্শক হেনস্তা Jul 29, 2025
img
গোলাপি বলের প্রস্তুতি ম্যাচে পিএম’স ইলেভেনের মুখোমুখি ইংল্যান্ড Jul 29, 2025
img
‘বাংলাদেশ সিরিজের মতো খেললে এশিয়া কাপেও খারাপ করবে পাকিস্তান’ Jul 29, 2025
img
রাহাকে নিয়ে মাতৃত্বের যাত্রায় আলিয়া, মেয়ের প্রশংসায় মহেশ ভাট Jul 29, 2025
img
জুলাই সনদে শেখ হাসিনার নাম না থাকা মেনে নেওয়া যায় না : ইসলামী আন্দোলন মহাসচিব Jul 29, 2025
img
বিসিসিআইয়ের অফিসে সাড়ে ৬ লাখ টাকার জার্সি চুরিতে গ্রেপ্তার নিরাপত্তারক্ষী Jul 29, 2025
img
আকাশ থেকে ফিলিস্তিনে খাবার-ওষুধ ফেলছে ফ্রান্স Jul 29, 2025
img
‘সাইয়ারা’ মানে কী? সিনেমা দেখে উত্তর খুঁজছেন দর্শকরা Jul 29, 2025