যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সেন্ট্রাল ম্যানহাটনে বন্দুকধারীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তাও রয়েছেন। নিহত হয়েছেন হামলাকারী নিজেও। স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) এ হামলা হয় বলে সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে অবস্থিত ৬৩৪ ফুট উঁচু একটি আকাশচুম্বী ভবনে এই গুলি চালানোর ঘটনা ঘটে, যেখানে জাতীয় ফুটবল লীগ এবং বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোনের কর্পোরেট অফিস রয়েছে।
আইন প্রয়োগকারী সূত্রের খবর অনুযায়ী, সন্দেহভাজন বন্দুকধারীর নাম শেন ডেভন তামুরা। পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর একটি ছবি প্রকাশ করেছে। যেখানে অভিযুক্ত ব্যক্তিকে একটি লম্বা বন্দুক হাতে ভবনে প্রবেশ করতে দেখা যাচ্ছে।
এদিকে, নিউ ইয়র্ক সিটি এবং লাস ভেগাসের একাধিক আইন প্রয়োগকারী সূত্র সিএনএনকে জানিয়েছে, সোমবার মিডটাউন ম্যানহাটনে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী শেন ডেভন তামুরা (২৭) লাস ভেগাসের বাসিন্দা বলে জানা গেছে।
গুলিবর্ষণের পর সন্দেহভাজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলেও কর্মকর্তারা জানিয়েছেন। ধারণা করা হচ্ছে, গুলি চালানোর পর তিনি আত্মহত্যা করেছেন।
এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। শিগগিরই ঘটনার বিস্তারিত জানা যাবে বলে আশা করা হচ্ছে।
বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ আইন প্রয়োগকারী সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এই ঘটনায় একজন পুলিশ অফিসার গুলিবিদ্ধ হয়েছেন।
ম্যানহাটনের মিডটাউনের ৩৪৫ পার্ক অ্যাভিনিউয়ের আশেপাশে অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে।
পিএ/টিএ