অস্ট্রেলিয়ায় সাড়ে ৬ কোটি টাকার লেনদেনের অভিযোগ: জবাব দিলেন মাহফুজ আলম ও তার ভাই

সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়ে ৬ কোটি টাকার আর্থিক লেনদেনের অভিযোগ ঘিরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম ও তার ভাই মাহবুব আলম মাহির বিরুদ্ধে আলোচনার ঝড় উঠেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে দুজনই ফেসবুকে খোলামেলা ব্যাখ্যা দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন।

বনি আমিন নামের এক অনলাইন অ্যাক্টিভিস্ট সম্প্রতি দাবি করেন, মাহফুজ আলমের ভাইয়ের অস্ট্রেলিয়ান একাউন্টে সাড়ে ৬ কোটি টাকার একটি লেনদেন নিয়ে AUSTRAC (অস্ট্রেলিয়ান ট্রানজেকশন রিপোর্টস অ্যান্ড অ্যানালাইসিস সেন্টার) তদন্ত শুরু করেছে। এই অর্থ কিছু লবিং ও ফাইলিংয়ের মাধ্যমে পাওয়া ‘কমিশন ভিত্তিক হিস্যা’ বলে দাবি করা হয়। একইসঙ্গে অভিযোগ ওঠে, মাহফুজ আলম রাষ্ট্রীয় প্রজেক্টে প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়ায় ভাইয়ের মাধ্যমে অর্থ পাচার করছেন।

এমন অভিযোগ ওঠার পর সোমবার দিবাগত রাত ১টা ৪১ মিনিটে একটি বিস্তারিত স্ট্যাটাস দেন মাহফুজ আলমের ভাই মাহবুব আলম মাহি। তিনি জানান, একটি ফেসবুক স্ট্যাটাস থেকে তার আর্থিক অস্বচ্ছতার গুজব ছড়ানো হচ্ছে।
মিথ্যা অভিযোগের জবাব উল্লেখ করে স্ট্যাটাসে তিনি লেখেন, একটি ফেসবুক স্ট্যাটাস থেকে আমার বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতার গুজব ছড়ানো হচ্ছে। আমার একাউন্টে গত ৬ মাসের বিবরণী এখানে দেয়া হল। আমার একাউন্টটি এখনো সচল আছে। বনি আমিন নামক ব্যক্তি ও কিছু মিডিয়ার প্রচারিত তথ্য আসলে মিথ্যা বৈ কিছু নয়। আমি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের শিক্ষার্থী ছিলাম। অস্ট্রেলিয়ার একাউন্টটি ২৩ সাল থেকে খোলা।



তিনি আরও বলেন, আমার ভাই মাহফুজ আলমের পক্ষ থেকে কোন তদবিরের কাজ আমি করিনি। কাউকে সে আজ পর্যন্ত করতেও দেয়নি। আমার ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসায় বাদে আমার কিংবা আমাদের পরিবারের কোন আর্থিক লেনদেনের ইতিহাস নেই। আমাদের পরিবার গত ৩০ বছর ধরে ব্যবসায় জড়িত। আমার বাবা গত ১৬ বছর লীগের নিপীড়নের কারণে ঠিকমত ব্যবসায় করতেই পারেননি।

নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে মাহবুব আলম মাহি লেখেন, আমার বাবার ও মাহফুজের প্রতিষ্ঠিত ব্যবসায়িক উদ্যোগগুলো আমি ও আমার বাবা পরিচালনা করছি। এখানে কোন অস্পষ্টতা নাই। সবই বাংলাদেশের আইন দ্বারা সিদ্ধ এবং পাবলিক ইনফরমেশন।

তিনি আরও বলেন, গত নভেম্বরে দেশে ফিরে আসার পর থেকে অনেক তদবির আসলেও মাহফুজ কোন কাজই করেনি। বরং, আমাদের পরিবারের সকল সদস্যদের স্পষ্ট নিষেধ করা আছে, যাতে কোন তদবির তাকে না করা হয়। তার বা আমার বিরুদ্ধে আর্থিক অসঙ্গতি কিংবা তদবির বাণিজ্যের কোন প্রমাণ আজও কেউ দিতে পারেনি, পারবেও না। কারণ, আমরা করিনি।

বনি আমিনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে হবে উল্লেখ করে মাহবুব আলম বলেন, আমি অস্ট্রেলিয়ায় আইনজীবীদের সাথে কথা বলছি। প্রয়োজনে আইনি ব্যবস্থা নিবো।

এই স্ট্যাটাসের পরেই রাত ২টা ৫৯ মিনিটে মাহফুজ আলম নিজেও তার ফেসবুক অ্যাকাউন্টে তার ভাইয়ের স্ট্যাটাস শেয়ার করে ক্যাপশনে লেখেন, তদবিরের কথা উঠলো যখন, একটা ঘটনা বলি। আমাদের এক বন্ধু একজন ব্যক্তিকে আমার ভাইয়ার সাথে দেখা করায়। বিটিভির একটা টেন্ডারের কাজ করে দিলে তারা পার্সেন্টেজ দিবে এবং জুলাই নিয়ে কয়েকটা দেশে প্রোগ্রামের জন্য হেল্প করবে। আমি জানার পর এটা নিষেধ করে দেই। সদুদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের খেয়ানত করা যাবে না। পরবর্তীতে সে টেন্ডারের কাজ ও স্থগিত হয়।



তিনি আরও লেখেন, সে ব্যক্তি কনভারসেশন রেকর্ড করে একজন সাংবাদিককে পাঠায়। সে সাংবাদিক যোগাযোগ করলে আমি বলে দিই, ভাই আমরা একাজ করতে দেয়নি। আর, ঐ লোক ফাঁসানোর উদ্দেশ্যেই জুলাইয়ের প্রোগ্রামের কথা বলে একাজ করেছে। উনি আমার কথা বিশ্বাস করে আর রেকর্ডটি পাবলিক করেননি।

মাহফুজ দাবি করেন, আজকাল অনেকের লেজকাটা যাচ্ছে বলে, আমার বিরুদ্ধে লেগেছেন। বিভিন্ন দলের কয়েকজন মহারথী এতে জড়িত। সব ষড়যন্ত্রই প্রকাশ পাবে। পুনশ্চ: আমার নিকৃষ্ট শত্রুরাও গত ১২ মাসে আমার বিরুদ্ধে সব অভিযোগ করলেও দুর্নীতি বা আর্থিক অসঙ্গতির অভিযোগ করেনি। বিভিন্ন দলের মহারথীদের অনেক অসুবিধা হচ্ছে তাতে। রাষ্ট্রের দায়িত্ব পবিত্র আমানত। হাজারকোটি টাকার চাইতেও ইজ্জত ও রাষ্ট্রের আমানত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

সবশেষে তিনি বলেন, কয়েকটা বাক্য নিয়ে অযথাই জলঘোলা হচ্ছে, তাই এডিট করে দিলাম। জুলাই কতিপয় লোকের কাছে পলিটিকাল মবিলিটির ল্যডার।একটা না কয়েকটা দলের মহারথীরাই আমার/ আমাদের বিরুদ্ধে কাজ করছেন। কিন্তু, সবার এখন গুজববাজ আর সুবিধাবাদী বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা দরকার।

টিকে/

Share this news on:

সর্বশেষ

জীবনের জন্য জরুরী ৩টি দোয়া Jul 29, 2025
img
রাউজানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, মোটরসাইকেলে আগুন Jul 29, 2025
img
অবশেষ ব্যান্ডের নতুন গান “সত্য আবেশ” মুক্তি পেয়েছে Jul 29, 2025
img
ওভালে পিচ কিউরেটরের সঙ্গে প্রবল বচসায় গৌতম গম্ভীর Jul 29, 2025
img
কোহলিকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মঈন আলী Jul 29, 2025
img
মাদারীপুরের সুমাইয়ার টানে ছুটে এলেন চীনা যুবক Jul 29, 2025
img
পিন্ডি ভেঙেছি দিল্লির দাসত্ব করার জন্য নয় : নাহিদ ইসলাম Jul 29, 2025
img
ইউরোপের যেসব দেশে বসবাস শুরু করলেই পাবেন কোটি টাকা! Jul 29, 2025
img
পহেলগামের হামলাকারীদের সবাই নিহত : অমিত শাহ Jul 29, 2025
img
'বোটক্স-ফিলার্স বিতর্কে মুখ খুললেন ভূমি পেডনেকর' Jul 29, 2025
img
ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২২ Jul 29, 2025
img
বিজেপি নেতার ছেলের সঙ্গে প্রেমের গুঞ্জনে সারা আলি খান Jul 29, 2025
img
মরক্কোতে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলট নিহত Jul 29, 2025
img
জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না: এনসিপি Jul 29, 2025
img
জুলাই শুধু স্বৈরাচার মুক্তির মাস নয়, এটা পুনর্জন্মের মাস: প্রধান উপদেষ্টা Jul 29, 2025
img
দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না নিলে আন্দোলনের মাঠে অনেক কিছুই হতে পারে: রাফি Jul 29, 2025
img
‘সবচেয়ে সুদর্শন পুরুষ’ অ্যাওয়ার্ড বিতর্কে মুখ খুললেন অ্যাডলফ খান Jul 29, 2025
img
আবার কোন ধারাবাহিকে ফিরছেন শোলাঙ্কি? Jul 29, 2025
img
অবতরণের পরই ককপিট থেকে ভারতীয় বংশোদ্ভূত পাইলট গ্রেপ্তার Jul 29, 2025
img
‘জুলাই সনদ’ নিয়ে শিবির সভাপতির হুঁশিয়ারি Jul 29, 2025