বাংলাদেশে শুধু একজন নন, অনেকগুলো জাতির পিতা রয়েছেন: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘গত ৫৪ বছরে একজন ব্যক্তিকে পূজা করা হয়েছে। কিন্তু ভাসানীরা না থাকলে শেখ মুজিব কখনো তৈরি হতে পারতেন না। বাংলাদেশে শুধু একজন জাতির পিতা নন, অনেকগুলো জাতির পিতা রয়েছেন। তাদের মধ্যে অন্যতম মাওলানা ভাসানী।’

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘আমরা এই সমাবেশে মাওলানা ভাসানীকে শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। মাওলানা ভাসানীকে ইতিহাসে স্মরণ করা হয় না। ভাসানীর মতো মহান রাজনৈতিক পুরুষ, বাংলাদেশের স্থপতি থাকা সত্ত্বেও শুধু একজনকে জাতির পিতা ঘোষণা করা হয়েছে।’

মাওলানা ভাসানী কৃষক ও শ্রমিকদের জন্য লড়াই করেছিলেন জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘মাওলানা ভাসানী গণমানুষের জন্য লড়াই করেছিলেন। মাওলানা ভাসানীর সেই আদর্শকে ধারণ করে জাতীয় নাগরিক পার্টি বাংলাদেশকে এগিয়ে নিতে চায়।’

নাহিদ বলেন, ‘মাওলানা ভাসানী শুধু বাংলাদেশ নয়, উমহাদেশের একজন রাজনৈতিক পুরুষ ছিলেন। ভাসানীর রাজনীতি শুরু হয়েছিল আসামে। সেই আসামে তিনি বাঙালি মুসলিম কৃষকদের অধিকার ও তাদের ভূমি অধিকারের জন্য লড়াই করেছিলেন। সেই লড়াই এখন পর্যন্ত আসামের বাঙালি মুসলমান ও হিন্দুদের লড়তে হয়। সেখানে তাদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে পরিচিত হতে হয়। মাওলানা ভাসানী প্রথম ব্যক্তি যিনি প্রথম পাকিস্তানী শাসকগোষ্ঠীদের বিদায় ঘোষণা করেছিলেন কাগমারী আন্দোলনের মাধ্যমে।’

তিনি আরও বলেন, ‘মাওলানা ভাসানী হচ্ছেন এমন রাজনৈতিক পুরুষ যিনি স্বাধীনতার পরে বলেছিলেন ‘আমার পিঞ্জির ভেঙেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়, দিল্লির গোলামী করার জন্য নয়।’

টাঙ্গাইল শাড়ী ভারতের পশ্চিমবঙ্গের নামে জিআই পণ্যের স্বীকৃতির কড়া সমালোচনা করে তিনি বলেন, ‘তাঁতশিল্পকে পুনরুদ্ধার করতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করতে আমরা কৃষকদের সংগঠিত করতে চাই।’

অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের সংগঠক আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলার মুখ্য সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেলসহ কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে তারা টাঙ্গাইল সার্কিট হাউজের সামনে থেকে পদযাত্রা নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থল শহীদ মিনার চত্বরে যান। সোমবার (২৮ জুলাই) রাতে নাহিদ ইসলামসহ দলের একাধিক শীর্ষ পর্যায়ের নেতা টাঙ্গাইল সার্কিটসহ বিভিন্ন গেস্টগাউজে রাত্রীযাপন করেন। তারা রাতে সন্তোষে মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে শ্রদ্ধা ও জিয়ারত করেন।

এফপি/এসএন

Share this news on:

সর্বশেষ

img
গোপালগঞ্জের পুলিশদের নিয়ে প্রতিরাতে নিজ বাসায় বৈঠকে বসতেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী Jul 30, 2025
img
শেখ হাসিনাকে রাতের ভোটের পরামর্শ দেন জাবেদ পাটোয়ারী ,আদালতে সাবেক আইজিপি মামুনের জবানবন্দি Jul 30, 2025
img
২ দিন আগেই অস্ট্রেলিয়ায় সফরে যাচ্ছে বাংলাদেশ Jul 30, 2025
img
সুপারহিরো প্রেমীদের জন্য বাংলাদেশে আসছে ‘ফ্যান্টাস্টিক ফোর’ Jul 30, 2025
img
কুমিল্লায় উপদেষ্টা আসিফ মাহমুদ সমর্থকদের ওপর হামলার ঘটনায় আহত ১২ Jul 30, 2025
img
স্বৈরাচার মুক্ত হলেও এখনো দেশের গণতন্ত্র ফেরেনি: ফখরুল Jul 30, 2025
img
১০টির বেশি সিম ব্যবহারকারীদের জন্য দুঃসংবাদ Jul 30, 2025
img
এখনো স্বৈরাচার ওত পেতে আছে, নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ তারেক রহমানের Jul 30, 2025
img
অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেয়া হয়েছে: পার্থ Jul 30, 2025
img
দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত Jul 30, 2025
img
কর্মস্থলে অনুপস্থিত থাকায় ৫ প্রকৌশলী ও ১ স্থপতিকে বরখাস্ত Jul 30, 2025
img
ভূমিকম্পের মাঝেও অপারেশন চালিয়ে যাওয়া ডাক্তারদের রাষ্ট্রীয় সম্মাননা Jul 30, 2025
যে আমল অসুস্থ অবস্থায় করতে হয় Jul 30, 2025
img
বাংলাদেশকে অত্যাধুনিক ড্রোন প্রযুক্তি দিতে আগ্রহ প্রকাশ করেছে চীন Jul 30, 2025
ঞ্জয়ের কোটি কোটি টাকার উত্তরাধিকার নিয়েও চলছে বিস্তর জলঘোলা Jul 30, 2025
রায়হান রাফী ও তমা মির্জার প্রেমে ফের ছন্দপতন Jul 30, 2025
সেনানিবাসে কীভাবে আশ্রয় নিলেন সাবেক আইজিপি Jul 30, 2025
সেই বৈছাআ নেতা রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার চেক উদ্ধার Jul 30, 2025
বঙ্গোপসাগরের দ্বীপ থেকে উৎক্ষেপণ, নির্ভুল লক্ষ্যে পৌঁছাল ভারতের ‘প্রলয় Jul 30, 2025
img
শুল্ক ইস্যুতে ভারতকে তুলোধুনো করে সামাজিকমাধ্যমে ট্রাম্পের পোস্ট Jul 30, 2025