ক্যারিয়ারে কঠিন সময় পার করেও আবার রূপালি পর্দায় দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন শ্রুতি হাসান। ‘ভীরা সিমহা রেড্ডি’, ‘ওয়ালটেয়ার ভীরাইয়া’ আর ‘সালার: পার্ট ১’—টানা ব্লকবাস্টার তিন ছবিতে বাজিমাত করেছেন তিনি। এবার অপেক্ষা লোকেশ কানাগারাজের মাল্টিস্টারার ছবি ‘কুলি’, মুক্তি পাচ্ছে ১৪ আগস্ট।
শ্রুতি নিজেই জানালেন—এ ছবির চরিত্র তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং পারফরম্যান্স হতে যাচ্ছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী প্রকাশ করলেন তার বহুদিনের স্বপ্নের চরিত্রের কথা। তিনি চান একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় অভিনয় করতে। কারণ, গায়িকা ও সুরকার হিসেবে তার শিকড় মিশে আছে সংগীতে, আর অভিনয়ে তার প্রথম সূচনা বাবার (কামাল হাসান) সঙ্গে ‘ঈনাদু’ ছবিতে।
‘কুলি’তে সাফল্যের পর এই স্বপ্নের চরিত্রে অভিনয় করলে যেন তার ক্যারিয়ার এক নতুন পূর্ণতা পাবে—এমনটাই আশা শ্রুতির।
এফপি/টিএ