এশিয়ান কাপে কঠিন গ্রুপে বাংলাদেশ, তবে উপভোগ করতে চান কোচ

বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলবে। আজ সেই টুর্নামেন্টের ড্র হয়েছে। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন ও সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। গ্রুপের অন্য প্রতিপক্ষ উজবেকিস্তান।

বাংলাদেশ নারী দলের বৃটিশ কোচ পিটার বাটলারের গ্রুপিং নিয়ে ভাবনা বাফুফে গণমাধ্যমে সরবারহ করেছে। বাংলাদেশ খুবই কঠিন গ্রুপে পড়েছে বলে মনে করেন পিটার বাটলার। তিনি বলেন,‌' গ্রুপটা খুবই কঠিন, তবে আমি মুখিয়ে আছি। আমার মনে হয়, এটা মেনে নেওয়া ও উপভোগ করা উচিত।'

চীন নারী ফুটবলে এশিয়ার পরাশক্তি। ৯ বারের চ্যাম্পিয়ন তারা। উত্তর কোরিয়া তিন বার শিরোপা উচিয়ে ধরেছে। এই দুই দলের বিপক্ষে বাংলাদেশ লড়াই করতে পারলেই মূলত স্বার্থকতা। সেই আশা দেখছেন কোচ বাটলার,‌ 'আমি বিশ্বাস করি আমরা উন্নতির পথে আছি। চীনের বিপক্ষে খেলা খুব কঠিন হবে, উত্তর কোরিয়ার বিপক্ষেও তাই। কিন্তু সবকিছুই সম্ভব। আমি এই চ্যালেঞ্জ নিতে চাই এবং সবাইকে বলতে চাই আমরা লড়াই করব, নিজেদের সর্বোচ্চটা দেব। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা একটা ভালো ছাপ রাখব।'

বাংলাদেশ প্রথম বারের মতো এশিয়ান কাপের মূল পর্বে খেলছে। কোয়ার্টার ফাইনালে উঠতে পারলে ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপ ফুটবলে খেলার সুযোগ রয়েছে। আগামী ছয় মাস বাংলাদেশের নারী ফুটবলের জন্য গুরুত্বপূর্ণ। কোচ বাটলারের পরিকল্পনা থাকলেও সেটা বাস্তবায়ন ফেডারেশনের উপরই ছাড়ছেন বিষয়টি, 'আমার পরিকল্পনা আছে, তবে সবকিছু নির্ভর করছে বাফুফের অর্থায়নের ওপর। কথা বলা সহজ।



 আমি বলতে পারি, আমি সৌদি আরবে খেলতে চাই অথবা অন্য কোথাও যেতে চাই। কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার হাতে নেই। আমি কেবল অনুরোধ করতে পারি, বাকিটা আসলে বাফুফের ব্যাপার। আমি পরিকল্পনা ও কৌশল দিয়ে থাকি, এরপর সব নির্ভর করে কর্তৃপক্ষের ওপর যাদের অর্থের ব্যবস্থা করতে হবে। আশা করছি, আমরা কিছু প্রস্তুতি ম্যাচ ও প্রীতি ম্যাচ খেলতে পারব।'

আজ সিডনিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে এশিয়া কাপে অংশগ্রহণকারী দেশের খেলোয়াড়, কোচ উপস্থিত ছিলেন। বাংলাদেশ দলের অধিনায়ক আফিদা খন্দকার ও কোচ পিটার বাটলারের আমন্ত্রণ থাকলেও যেতে পারেননি এএফসি অ-২০ দলের ব্যস্ততায়। ২ আগস্ট বাংলাদেশ দল লাওস রওনা হবেন এএফসি অ-২০ বাছাই খেলতে।

 এটা জাতীয় দলের জন্য সহায়ক হিসেবেই দেখছেন কোচ, 'সত্যি বলতে, আমার স্কোয়াড প্রায় ঠিকঠাক হয়ে গেছে। কিছু ছোটখাট পরিবর্তন হতে পারে। তবে আমাদের অনূর্ধ্ব-২০ দল খুবই ভালো করেছে। জাতীয় দলের নির্বাচনে তারা বড় ভূমিকা রেখেছে। আমাদের আরও কিছু খেলোয়াড়, যাদের প্রয়োজন হলে ডাকা হবে।'

বাংলাদেশ প্রথমবার নারী এশিয়া কাপে উঠেছে অধিনায়ক আফিদা খন্দকারের নেতৃত্বে। টুর্নামেন্টের ড্র নিয়ে গণমাধ্যম ও ফুটবলপ্রেমীদের অধিনায়কের মন্তব্য প্রত্যাশা করে। বাফুফে এমন দিনেও অধিনায়ক এবং খেলোয়াড়দের মিডিয়া থেকে দূরে রেখেছে। ফেডারেশন কর্তারা এজন্য কোচের বারণকে সামনে আনেন। 

তবে একাধিক ফুটবলার জানিয়েছেন কোচ ও ফেডারেশন উভয় দিক থেকেই তাদের উপর গণমাধ্যমে এশিয়া কাপের ড্র সংক্রান্ত আজ বক্তব্য না দিতে বলা হয়েছে। যেখানে সিডনিতে অনুষ্ঠান স্থলেই অন্য দেশের ফুটবলাররা মন্তব্য/পর্যবেক্ষণ ব্যক্ত করেছেন। অন্য দেশের ফেডারেশনের ভাবনা এক আর বাফুফের আরেক!

ইউটি/টিএ



Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগ নেত্রী পাখি গ্রেপ্তার Jul 30, 2025
img
নাচে ঝড় তুললেন বুবলী Jul 30, 2025
img
কেরালার পটভূমিতে আসছে সিদ্ধার্থ-জাহ্নবীর নতুন প্রেমকাহিনি Jul 30, 2025
img
আমরা ফ্যাসিস্টদের দোসর না: জাতীয় পার্টি Jul 30, 2025
img
সুনামির শঙ্কা, উঁচু জায়গায় চলে যেতে বললেন হনলুলুর মেয়র Jul 30, 2025
জুলাই সনদের খসড়ায় একমত বিএনপি, শর্ত জুড়েছে জামায়াত ও এনসিপি Jul 30, 2025
img
রিমান্ড শেষে কারাগারে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মালিক খায়রুল বাশার Jul 30, 2025
img
এবার যুক্তরাষ্ট্রের উপকূলে আঘাত হেনেছে সুনামি Jul 30, 2025
img
এআই-এর সঙ্গে মিউজিকে হাত মেলাচ্ছেন রহমান Jul 30, 2025
img
আমেরিকায় জায়েদ খানের জন্মদিন পালন Jul 30, 2025
img
১০৩ ডিগ্রি জ্বর নিয়ে র‍্যাম্পে হাঁটলেন রিপা Jul 30, 2025
img
নারীকেন্দ্রিক গল্পে ঋতুপর্ণা, নাফিসা, রিয়া— অনুপ দাস ফিরছেন ‘রেখা’ নিয়ে Jul 30, 2025
img
খোলা চুলে, মিষ্টি হাসিতে ক্যানাডার রাস্তায় হিমি Jul 30, 2025
img
অমীমাংসিত বিষয়গুলো পরবর্তী পর্যায়ের জন্য ছেড়ে দিতে হবে : আব্দুস সালাম Jul 30, 2025
উজানের ঢলে ফুঁসে উঠেছে তিস্তা, আকস্মিক বন্যার আশঙ্কায় লালমনিরহাট Jul 30, 2025
img
দেশে প্রতিবন্ধিতা নিয়ে সামাজিক বাঁধা রয়েছে : শারমীন এস মুরশিদ Jul 30, 2025
ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি নিয়ে ভাবনায় ব্রিটেন Jul 30, 2025
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে শুরু হয়েছে অনিশ্চয়তা Jul 30, 2025
img
স্মৃতি ইরানি ফিরতেই কাঁপল টিভি পর্দা, নস্ট্যালজিয়ায় ভাসছে দর্শক Jul 30, 2025
img
‘পুকি বাবা’র মন্তব্যে ক্ষোভ প্রকাশ করলেন দিশার দিদি Jul 30, 2025