এই বছরের সবচেয়ে প্রতীক্ষিত রোমান্টিক ছবি ‘পরম সুন্দরী’ অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করল। আগামী ২৯ আগস্ট, ২০২৫— বড় পর্দায় ধরা দেবে সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুরের জুটির প্রেমের গল্প। তার আগেই ঝড় তুলল ছবির প্রথম গান ‘পারদেসিয়া’, যা আজই মুক্তি পেয়েছে।
পরিচালনায় আছেন তুষার জলোটা, আর প্রযোজনায় দিনেশ ভিজান-এর ম্যাডক ফিল্মস। গল্পের মূল আবেগ— উত্তর ভারতের এক চঞ্চল যুবক আর দক্ষিণ ভারতের এক মার্জিত তরুণীর সাংস্কৃতিক সংঘাত। দুই ভুবনের প্রেমগাথা গড়ে উঠেছে কেরালার অপূর্ব ব্যাকওয়াটার্সকে পটভূমি করে।
ছবির টিজারে সোনু নিগমের কণ্ঠে রোমান্টিক গান ইতিমধ্যেই দর্শকের মন জিতে নিয়েছে। গান মুক্তির সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শুরু— সবাই বলছে, "এই বছরের সেরা লাভ স্টোরি হতে চলেছে ‘পরম সুন্দরী’"।
ছবিতে শুধু প্রেম নয়, আছে হাসি-মজা, সংস্কৃতি নিয়ে কনফিউশন আর অসাধারণ লোকেশন। সব মিলিয়ে এক ভরপুর বিনোদনের প্যাকেজ হতে চলেছে ছবিটি।
এসএন