বহুদিন পর ‘সিতারে জমিন পর’ দিয়ে খানিকটা ঘুরে দাঁড়িয়েছেন আমির খান। আগের ছবি ‘লাল সিংহ চড্ডা’ কিংবা ‘ঠগস অফ হিন্দোস্তান’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় অনেকেই ভেবেছিলেন, হয়তো আর ফিরতে পারবেন না ‘মিস্টার পারফেকশনিস্ট’। কিন্তু এবারে অন্যরকম খবরের কেন্দ্রবিন্দুতে আমির। কারণ শোনা যাচ্ছিল, সদ্য ঘটে যাওয়া ভয়াবহ ‘মেঘালয় কাণ্ড’— রাজা রঘুবংশী হত্যাকাণ্ড নিয়ে ছবি বানাতে চলেছেন তিনি।
যদিও এই জল্পনায় নিজেই জল ঢেলেছেন আমির খান। নিশ্চিত করে জানিয়েছেন, তিনি এই ছবি করছেন না। তবে একেবারে থেমে নেই প্রজেক্টটি। রাজা রঘুবংশীর জীবনের চমকপ্রদ ও মর্মান্তিক ঘটনার উপর সত্যি সত্যি ছবি হচ্ছে, তবে পরিচালনায় থাকছেন এস পি নিম্বাওয়াট।
২০২৪ সালের ২৩ মে, মেঘালয় থেকে নিখোঁজ হন রাজা রঘুবংশী ও তাঁর স্ত্রী সোনম। এরপর ২ জুন চেরাপুঞ্জির জলপ্রপাতের ধারে রাজার মৃতদেহ উদ্ধার হয়। দীর্ঘ তদন্তের পর উত্তরপ্রদেশের গাজিপুর থেকে গ্রেফতার করা হয় রাজার স্ত্রী সোনমকে, যিনি নিজেই পরে আত্মসমর্পণ করেন। মেঘালয় পুলিশের ভাষ্যমতে, এই খুনে মূল অভিযুক্ত তিনিই। বর্তমানে শিলংয়ের জেলে রয়েছেন তিনি।
এই ভয়ঙ্কর বাস্তব কাহিনিকেই তুলে ধরা হবে সিনেমার পর্দায়। রাজার ভাই সচিন নিজে সম্মতি দিয়েছেন ছবিটি নির্মাণের জন্য। তাঁর কথায়, “আমরা চাই এই গল্প সবার সামনে আসুক। মানুষ জানুক সত্যিটা কী, ভুলটা কোথায়। এতে হয়তো ভবিষ্যতে এমন প্রতারণা ঠেকানো সম্ভব হবে।”
পরিচালক নিম্বাওয়াটের বক্তব্যেও উঠে এসেছে স্পষ্ট বার্তা, “এই গল্পের মাধ্যমে আমরা এমন একটা বার্তা দিতে চাই, যাতে মানুষ আর কখনো এমন ভয়ানক বিশ্বাসঘাতকতার শিকার না হয়।”
রোমাঞ্চ, বিশ্বাসঘাতকতা, রাজনৈতিক ক্ষমতা আর মানবিক মূল্যবোধের এমন এক জটিল কাহিনি কতটা সফলভাবে উঠে আসবে সিনেমার পর্দায়, সেটাই এখন দেখার।