ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস লিগের সেমি-ফাইনালে বৃহস্পতিবার (৩১ জুলাই) মুখোমুখি হওয়ার কথা রয়েছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের। তবে এ ম্যাচ মাঠে গড়ানোর আগেই শুরু হয়েছে নানা বিতর্ক । ভারত-পাকিস্তানের ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছে স্পন্সর কোম্পানি ইজমাইট্রিপ। সংস্থাটির সহ-প্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি নিজেই এ ঘোষণা করেছেন।
ক্রিকেট বিশ্বের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের লড়াই মানেই অন্যরকম এক উত্তেজনা। এই দুই দলের ম্যাচ হলেই পুরো ক্রিকেট দুনিয়ায় শুরু হয় ব্যাপক উত্তেজনা। এমনিতেও রাজনৈতিক বৈরিতার কারণে দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ হয় না এক যুগেরও বেশি সময় ধরে। তাই শুধুমাত্র আইসিসির ইভেন্টগুলোতেই মুখোমুখি হতে দেখা যায় এই দুই দেশকে।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস লিগের গ্রুপ পর্বেও এই দুই দলের খেলা পড়েছিল। তবে সে ম্যাচ ভারতীয়রা বয়কট করেছিল। কিন্তু এবার সেমি-ফাইনাল ম্যাচটিও মাঠে গড়াবে কি না, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। স্পন্সর কোম্পানি ইজমাইট্রিপের সহ-প্রতিষ্ঠাতা পিট্টি স্পষ্ট করেই বলে দিয়েছেন, এ ম্যাচে ইজমাইট্রিপ কোনো ভূমিকা রাখবে না।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিশান্ত পিট্টি জানিয়েছেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ লিজেন্ডস লিগে অসাধারণ পারফরম্যান্স করায় ভারত দলকে সাধুবাদ জানাই, তোমরা জাতিকে গর্বিত করেছ।
তবে, পাকিস্তানের বিপক্ষে আসন্ন সেমি-ফাইনাল শুধু আরেকটি খেলা নয়; ক্রিকেট আর সন্ত্রাস একসাথে চলতে পারে না। আমরা ভারতের পাশে আছি। যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করে, এমন কোনো দেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে এমন কোনো কাজকে আমরা সমর্থন করতে পারি না। ভারতের জনগণ যা বলছে, আমরা তাদের কথা শুনছি।’
‘ভারত বনাম পাকিস্তানের ম্যাচের মাথে ইজমাইট্রিপ যুক্ত থাকবে না। কিছু জিনিস খেলার চেয়েও বড়। সবার আগে দেশপ্রেম, পরে ব্যবসা’- যোগ করেন পিট্টি।
গত মঙ্গলবার (২৯ জুলাই) ভারতের সাবেক ক্রিকেটার মনোজ তিওয়ারি বলেছিলেন, সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়া কাপের সময় ভারত ও পাকিস্তানের মধ্যকার নির্ধারিত ম্যাচের বিরুদ্ধে তিনি।
আগামী সেপ্টেম্বরের ৯ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপের এবারের আসর। আর ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হওয়ার কথা রয়েছে ভারত ও পাকিস্তানের। এসিসির এই ঘোষণার পরই এমন মন্তব্য করেছিলেন মনোজ তিওয়ারি।
সংবাদমাধ্যম এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিওয়ারি বলেছেন, ‘আমি এটার বিরুদ্ধে। ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হওয়া উচিত নয়। বিশেষ করে পেহেলগামে সন্ত্রাসী হামলা পর, যেখানে অনেকেই নিহত হয়েছেন।’
এশিয়া কাপে ভারত ও পাকিস্তান আছে গ্রুপ ‘এ’-তে। তাদের সঙ্গে আছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। অন্যদিকে গ্রুপ ‘বি’-তে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।
এমকে/টিএ