চোখের সামনে বদলে যাওয়া এক অভিনেত্রীর গল্প—নাম তার কিয়ারা আদভানি। এক সময়ের ‘ফাগলি’ ছবির সেই নতুন মুখ এখন বলিউডের প্রথম সারির তারকা। বলিউডের গ্ল্যামার ভুবনে কিয়ারা আজ শুধু ‘নায়িকা’ নন, বরং প্যান-ইন্ডিয়া তারকা, যিনি একাধারে বলিউড ও দক্ষিণ ভারতের দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
২০১৪ সালে ‘ফাগলি’ দিয়ে যাত্রা শুরু। এরপর ২০১৬-এ ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে সৌম্য মেজাজে ধরা দিলেও ২০১৯-এর ‘কবীর সিং’ যেন সব হিসেব উল্টে দেয়। দর্শক মুগ্ধ হন কিয়ারার অনবদ্য অভিনয়ে। এখান থেকেই শুরু তার রঙিন উড়াল।
২০২১-এর ‘শেরশাহ’ তাঁকে আবারও ভিন্ন আলোয় আনে। তারপরে ‘ভুল ভুলাইয়া ২’, ‘যুগ যুগ জিও’—সবকটি ছবিই প্রমাণ করে, কিয়ারা এখন ভরসার নাম। তবে এত কিছুর পরও ২০২৫-২৬ সময়টা হতে চলেছে তার ক্যারিয়ারের মোড় ঘোরানো সময়।
এ বছরেই মুক্তি পাচ্ছে কিয়ারা অভিনীত পাঁচটি বড় বাজেটের ছবি। যার মধ্যে সবচেয়ে আলোচিত ‘ওয়ার ২’। ১৪ আগস্ট মুক্তি পেতে চলা এই ছবিতে কিয়ারা ধরা দেবেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে। স্পাই ইউনিভার্সে তার এই ঢুকে পড়া নিয়ে বলিপাড়া থেকে ভক্তমহল—সব জায়গায় শুরু হয়েছে জোর আলোচনা। ছবির ট্রেলার মুক্তির পর থেকেই উত্তেজনা চরমে।
অন্যদিকে, রণবীর সিংয়ের বিপরীতে ‘ডন ৩’-এ দেখা যাবে কিয়ারাকে। ফ্র্যাঞ্চাইজির নতুন অধ্যায়ে কিয়ারা কতটা আধিপত্য দেখাতে পারেন, সেটাই দেখার।
এছাড়াও রয়েছে রাম চরণের সঙ্গে তেলেগু ছবি ‘গেম চেঞ্জার’, যা জানুয়ারিতেই মুক্তি পাবে। বছর শেষের দিকে আসছে ‘দ্য রাজা সাব’, যেখানে ইতিমধ্যেই পোস্ট-প্রোডাকশনের কাজ শেষ।
শুধু এখানেই থেমে নেই। ২০২৬ সালে মুক্তি পাবে ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন আপস’, যা একেবারেই ভিন্ন ঘরানার ছবি। গীতু মোহানদাসের পরিচালনায় এই দ্বিভাষিক ছবিতে কিয়ারা নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে সাহসী রূপে ধরা দেবেন বলে খবর।
রোমান্টিক ড্রামা থেকে অ্যাকশন থ্রিলার, মেনস্ট্রিম থেকে এক্সপেরিমেন্টাল—সব ধরনের ঘরানায় নিজেকে প্রমাণ করে চলেছেন কিয়ারা। এই যে ধারাবাহিক উন্নতি, সেই ধারাই ২০২৫-২৬-এ তাকে নিয়ে যেতে পারে ক্যারিয়ারের শিখরে।
এসএন