জীবনের নতুন অধ্যায়। খুশিতে ডগমগ নাইজেল আকারা। বুধবার অভিনেতার সংসারে খুদে সদস্যের আগমন ঘটেছে। নাইজেলের স্ত্রী মৌমিতার কোল আলো করে জন্ম নিয়েছে এক ফুটফুটে কন্যাসন্তান। উচ্ছ্বসিত অভিনেতা বলছেন, “জীবনের এক বৃত্ত সম্পূর্ণ হল। আপাতত পরিবারেই মন দিতে চাই।”
জানা গিয়েছে, বুধবার বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দিয়েছেন মৌমিতা। অভিনেতার স্ত্রী পেশায় চিকিৎসক। বলিউড থেকে টলিউড, বর্তমানে একাধিক তারকাদের সংসারে খুদে লক্ষ্মীর আগমন ঘটেছে।
সেই তালিকাতেই এবার নবতম সংযোজন নাইজেল আকারা। যিনি এর আগে ‘মুক্তধারা’, ‘গোত্র’ থেকে ‘শবর’ ফ্র্যাঞ্চাইজির সিনেমায় নিজস্ব অভিনয় দক্ষতায় নজর কেড়েছেন তিনি। তবে বর্তমানে অভিনেতাকে পর্দায় সেভাবে দেখা যায় না। নাইজেল বলছেন, “এখন তো কোনও কাজ করছি না। এই দিকটা নিয়েই ব্যস্ত ছিলাম দু’জনে। আপাতত পরিবারে মন দিতে চাই।”
কন্যাসন্তানের বাবা হিসেবে কেমন অনুভূতি? অভিনেতার মন্তব্য, “আমি এতটাই এক্সাইটেড যে বাকরুদ্ধ হয়ে পড়েছি। জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখলাম।” পাশাপাশি নাইজেল জানালেন, স্ত্রী মৌমিতা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ রয়েছেন। প্রসঙ্গত, নাইজেল-মৌমিতার আট বছরের দাম্পত্যজীবন। এবার মা-বাবা হিসেবে নতুন ইনিংস শুরু করলেন তাঁরা। আপাতত স্ত্রী-সন্তান নিয়ে জীবনের এই নতুন অধ্যায় উপভোগ করতে চান নাইজেল আকারা।
এমকে/টিএ