জাপান প্রবাসী মাৎসুশিমা সুমাইয়ার পর এবার সুইডেন প্রবাসী আনিকা সিদ্দিকী নামের এক ফুটবলাকে বাফুফের ক্যাম্পে ডাকার প্রক্রিয়া শুরু করবে।
বুধবার বাফুফের নারী উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন এই খবর। তিনি বলেছেন, ‘জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আমাকে একজন প্রবাসী ফুটবলারের বায়োডাটা দিয়েছিলেন পল স্মলি থাকতে। আমি তাকে নিয়ে কাজ করছিলাম। তার পাসপোর্টে ঝামেলা ছিল। একটা কাজ করতে করতে এখন একটা পর্যায়ে পৌছেছে। ওই ফুটবলারকে হয়তো আমরা ট্রায়ালে ডাকতে পারি।’
আক্রমণভাগে খেলা ২০ বছর বয়সী এই ফুটবলার ট্রায়েলে টিকলে ডাক পেতে পারেন বাফুফের ক্যাম্পে। আগামী মার্চে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ সামনে রেখে দলের আক্রমণভাগের শক্তি বাড়াতে এই উদ্যোগ নিয়েছে। সুমাইয়া ক্যাম্পে ডাক পেয়ে জাতীয় দলেও খেলেছেন। তবে বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা এই ফুটবলার ভুটানের ন্যাশনাল উইমেন্স লিগে পারো এফসিতে খেলছেন।
কিরণ বলেছেন, ‘সুইডেন প্রবাসী অনিকা সিদ্দিকী ছাড়া আপাতত ডাকার মতো আর কোনো প্রবাসী ফুটবলার তাদের বিবেচনায় নেই। গতমাসে হওয়া পুরুষদের ট্রায়ালের সময়ও নারীদেরও ট্রায়াল হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে কেবল পুরুষ ফুটবলারদেরই ট্রায়াল হয়েছে।’
এমকে/টিএ