পর্বতারোহণের সময় দুর্ঘটনায় দুইবারের স্বর্ণজয়ী অলিম্পিয়ানের মৃত্যু

পাকিস্তানের কারাকোরাম পাহাড়ে উঠার সময় মর্মান্তিক মৃত্যু হয়েছে জার্মানির দুইবারের স্বর্ণজয়ী অলিম্পিয়ান অ্যাথলেট লরা ডালমিয়েরের। মাথায় পাথরের আঘাত লাগার পর সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। গত সোমবার তার মৃত্যু হলেও বিরূপ আবহাওয়ার কারণে লরার মৃতদেহ উদ্ধার করা যায়নি।

এক প্রতিবেদনে সংবাদমাধ্যম বিবিসি বলছে, অলিম্পিকে দুইবারের বায়াথলন (স্কিইং ও রাইফেল শ্যুটিংয়ের মিশ্র ইভেন্ট) চ্যাম্পিয়ন লরা ডালমিয়ের কারাকোরাম পাহাড়ে উঠার সময় মাথায় পাথরের আঘাতে মারা গেছেন। যেখানে ৩১ বছর বয়সী এই জার্মান পর্বতারোহীর সঙ্গী ছিলেন মারিনা ইভা। প্রায় ৫৭০০ মিটার উচ্চতায় ঘটা দুর্ঘটনার পর তাকে উদ্ধারের জন্য ইভা ইমার্জেন্সি সার্ভিসে যোগাযোগ করেছিলেন। জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ দল দ্রুতই উদ্ধার কাজ শুরু করলেও, বিরূপ আবহাওয়ায় তাতে বিঘ্ন ঘটে।

ডালমিয়েরের ব্যবস্থাপনা কোম্পানি বুধবার জানিয়েছে, সম্ভবত ২৮ জুলাই দুর্ঘটনার দিনই তিনি মারা গেছেন। এক বিবৃতিতে ডালমিয়েরের ইনস্টাগ্রামে বলা হয়– ‘লরার স্পষ্ট ও লিখিত চাওয়া ছিল এ ধরনের কোনো দুর্ঘটনায় তার মৃত্যু হলে, যেন কেউ জীবনের ঝুঁকি নিয়ে উদ্ধার করতে না যায়। পাহাড়েই তার দেহাবশেষ রেখে আসার ব্যাপারে আগেই ইচ্ছার কথা জানিয়েছিলেন। তার শেষ ইচ্ছাকে সম্মান জানিয়ে তা বাস্তবায়নের কথা জানিয়েছে লরার পরিবার ও স্বজনরা।’

ওই অনুসারে ২৯ জুলাই লরার জন্য উদ্ধার অভিযান শেষ ঘোষণা করা হয়। বিবৃতিতে বলা হয়েছে, ‘বর্তমান প্রতিকূল আবহাওয়া এবং পরিবর্তিত পরিস্থিতিতে লাইলা পিকে অবস্থিত লরার মরদেহ উদ্ধার করা অনেক ঝুঁকিপূর্ণ এবং সেখানে পৌঁছানোও কঠিন।’ তার মৃত্যুতে শোক জানিয়ে জার্মান অলিম্পিক স্পোর্টস কনফেডারেশন জানায়, ‘লরা শুধু একজন অলিম্পিক চ্যাম্পিয়ন ছিলেন না, তিনি ছিলেন উচ্চ হৃদয়–মনোভাব এবং দৃষ্টিভঙ্গির মানুষ।’

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি কির্স্টি কভেনট্রি বলেন, ‘লরার মৃত্যু আমাদের অলিম্পিক পরিবারে গভীর শোকের সৃষ্টি করেছে। তিনি নিজের পছন্দের কাজ পর্বতারোহণের সময় প্রাণ হারিয়েছেন। চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি।’ এ ছাড়া শোক জানিয়েছেন জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেনমিয়েরও, ‘তিনি ছিলেন আমাদের দেশের দূত এবং বিশ্বজুড়ে শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত সহাবস্থানের এক অনন্য উদাহরণ।’

জার্মানির হয়ে দুইবার শীতকালীন অলিম্পিকে পর্বতারোহণের অভিজ্ঞতা আছে ডালমিয়েরের। তিনি ২০১৮ পিয়ংইয়ং অলিম্পিকে দুটি স্বর্ণ ও এক ব্রোঞ্জপদকও জিতেছেন। ইতিহাসের প্রথম নারী হিসেবে একই অলিম্পিকে স্প্রিন্ট ও পারসুট দুই ইভেন্টেই স্বর্ণ জিতেছেন লরা। এ ছাড়া ২০১৯ সালে অবসরের আগে ৫টি বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে তিনি মোট ১৫টি পদক (এর মধ্যে ৭টি স্বর্ণ) অর্জন করেন।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
‘বাঘি ৪’ শেষে দক্ষিণী পরিচালকের সঙ্গে নতুন ছবিতে টাইগার শ্রফ Aug 01, 2025
img
৮ আগস্টের মধ্যে রাশিয়ার যুদ্ধ শেষ করার চুক্তি চান ট্রাম্প Aug 01, 2025
img
নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর শুক্রবার গাজা সফরে যাচ্ছেন মার্কিন দূত উইটকফ Aug 01, 2025
img
২০ বছর পর বড় পর্দায় ফিরছে বিদ্যা বালানের ‘পরিণীতা’ Aug 01, 2025
img
কুমিল্লায় ভাঙারি ব্যবসার আড়ালে গাঁজা চাষ Aug 01, 2025
img
বিশৃঙ্খলার পরিকল্পনায় তাঁতী লীগ নেতা সাইদুল ঢাকায় গ্রেফতার Aug 01, 2025
img
বিশ্বাসশূন্যতা রাজনীতির সবচেয়ে বড় ভ্যাকুয়াম : জিল্লুর রহমান Aug 01, 2025
img
তখন এত কষ্ট দিয়েছে বলেই আরও বিপ্লবী হয়েছি: রবিউল ইসলাম নয়ন Aug 01, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Aug 01, 2025
'মিডিয়ায় অনিশ্চিত ভবিষ্যতের হাতছানি দেখা যাচ্ছে' Aug 01, 2025
রাতে ব্যালট বাক্স ভরে রাখার পরিকল্পনা ছিল সাবেক আইজিপির, মামুনের স্বীকারোক্তি! Aug 01, 2025
খেলাপি ঋণে জর্জরিত দেশের আর্থিক খাত Aug 01, 2025
'এনসিপি কেন বার বার আসিফ মাহমুদের পক্ষে কথা বলছে? Aug 01, 2025
৭১ কে ছোট করে জুলাইকে বড় করতে গেলে জুলাই একসময় হারিয়ে যাবে: মাসুদ কামাল Aug 01, 2025
img
স্টারগেট’ প্রকল্পে মরুভূমিতে এআই প্রযুক্তির শত বিলিয়ন ডলারের বাজি Aug 01, 2025
‘সাইয়ারা’ জেন জেড প্রজন্মের সঙ্গে দারুণভাবে মিলে গেছে: আমির খান Aug 01, 2025
img
সন্তানকে কোলে নিয়ে সংসদে লড়াই করে নজির গড়লেন কুইন্সল্যান্ডের লেবার নেত্রী Aug 01, 2025
img
‘এশিয়া কাপে ফাইনাল খেলার মতো দল বাংলাদেশ’ Aug 01, 2025
img
জামায়াত আমিরের হার্টের বাইপাস সার্জারি শনিবার Aug 01, 2025
img
বদরুদ্দীন উমরের স্বাস্থ্যের খোঁজ নিলেন এনসিপির আহ্বায়ক Aug 01, 2025