দ্য ওভালে আজ শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ডের পাঁচ ম্যাচ সিরিজের শেষ টেস্ট। ভারতের তরুণ অধিনায়ক শুবমান গিলের সামনে রয়েছে ইতিহাস গড়ার সোনালি সুযোগ। মাত্র কয়েক রান পেলেই একসঙ্গে ভাঙতে পারবেন কিংবদন্তি সুনীল গাভাস্কার ও স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ড।
২৫ বছর বয়সী গিল সিরিজের আট ইনিংসে এখন পর্যন্ত করেছেন ৯০.২৫ গড়ে ৭২২ রান।
অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান গাভাস্কারের (৭৩২, ১৯৭৮-৭৯ বনাম ওয়েস্ট ইন্ডিজ) রেকর্ড ভাঙতে তার দরকার মাত্র ১১ রান। আর ভারতীয় ব্যাটার হিসেবে এক দ্বিপাক্ষিক সিরিজে সর্বোচ্চ রান গাভাস্কারের ৭৭৪ (১৯৭১, বনাম ওয়েস্ট ইন্ডিজ) ভাঙতে প্রয়োজন ৫৩ রান।
শুধু তাই নয়, গিলের সামনে রয়েছে প্রায় ৯০ বছরের পুরনো বিশ্ব রেকর্ড ভাঙার সুযোগও। এক সিরিজে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ রান করার কৃতিত্ব এখনো ব্র্যাডম্যানের।
১৯৩৬-৩৭ অ্যাশেজে তিনি করেছিলেন ৮১০ রান। গিল যদি এই ম্যাচে ৮৯ বা তার বেশি রান করতে পারেন, তবে ইতিহাসের পাতায় নিজের নাম খোদাই করবেন সর্বোচ্চ রানের অধিনায়ক হিসেবে।
এছাড়া, শতক পেলেই গিল হবেন এক দ্বিপাক্ষিক সিরিজে পাঁচটি শতক হাঁকানো প্রথম অধিনায়ক। বর্তমানে তিনি চার শতক নিয়ে গাভাস্কার ও ব্র্যাডম্যানের সঙ্গে যৌথভাবে শীর্ষে।
ভারত সিরিজে ১-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে। তাই দ্য ওভালের এই ম্যাচ শুধু গিলের ব্যক্তিগত রেকর্ড নয়, ভারতের জন্যও সুযোগ। ১৮ বছর পর ইংল্যান্ডে সিরিজ ড্র করার।
এসএন