আ.লীগ নেতাদের ওপর ডিম নিক্ষেপ করতে এসে পুলিশ হেফাজতে ছাত্রদল নেতা

চাঁপাইনবাবগঞ্জের আলোচিত ঈগল হান্ট মামলায় জামিন নিতে আসা আওয়ামী লীগের দুই নেতার ওপর ডিম নিক্ষেপ করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আদালত চত্বরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ও পুলিশ হেফাজতে নেওয়া হয়।

বুধবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জের আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

আদালত সূত্র থেকে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের আলোচিত অপারেশন ঈগল হান্ট মামলায় শিবগঞ্জ আমলি আদালতে জামিন নিতে আসে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, যুবলীগ নেতা ও সাবেক এমপি গোলাম রাব্বানীর সহচর হিসেবে পরিচিত আবু কালাম আজাদ এবং ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ। পরে উভয় পক্ষের শুনানী শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

রাজনৈতিক সূত্রে আরও জানা যায়, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমানের নেতৃত্বে বিকেল ৫টার দিক থেকে আদালত চত্বরে জড়ো হতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে আসামিদের বের করে নিয়ে আসার সময় আসামিদের ওপর ডিম নিক্ষেপ করে তারা। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ছাত্রদল নেতাদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

তাৎক্ষণিকভাবে চারজনকে আটক করে। একপর্যায়ে পুলিশ সেতাউরসহ ৪ জনকে আটক করে পুলিশ হেফাজতে নেয়।
এই সময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমান ও সেকেন্ড অফিসার এসআই রাজু আহমেদসহ পুলিশের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেতাউর রহমান বলেন, আমার দুই ভাইকে বাড়ি থেকে মারধর করে উঠিয়ে নিয়ে আসে আব্দুস সালাম, আবুল কালাম আজাদ ও ইশতিয়াক আহমেদ। পরে তাদের শিবগঞ্জ থানার এক এসআইয়ের কাছে হস্তান্তর করে। পরে শুধু মাত্র বিএনপি করার অপরাধে আমার দুই ভাইকে হত্যা ও গুম করে জঙ্গি নাটক সাজিয়েছিল পতিত আওয়ামী লীগ সরকার। আর শেখ হাসিনাকে উৎসাহিত করার জন্য এ কাজের মূল মদদ দাতা ছিল সাবেক এমপি গোলাম রাব্বানী। আজকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আদালতে জামিন নিতে আসে। এই সময় আমার নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা স্লোগান দিচ্ছিল। এ সময় পুলিশ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ক্ষিপ্ত হয়ে অমানবিকভাবে মারধর করে।

আসামিদের কাছ থেকে টাকা খেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রাজু আহমেদের নেতৃত্বে আমার ছাত্রদলের নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তবে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম হোসেন বলেন, বিগত দিনে ছাত্রদল নেতা সেতাউর রহমানের আপন দুই ভাইকে গুম ও খুন করেছিল আওয়ামী লীগ সরকার।

সেই মামলায় আজকে আসামিরা কোর্টে হাজিরা দিতে আসে। এই সময় অনাকাঙ্খিতভাবে তাদের ওপর কেউ ডিম ছুঁড়ে মারে। এতে পুলিশ ক্ষুব্ধ হয়ে লাঠিচার্জ করে এবং কয়েকজনকে আটক করে। পরে আমি এই বিষয়ে ওসির সঙ্গে কথা বলেছি। তবে সেতাউর রহমান ছাত্রদল করলেও আজকের ঘটনার সঙ্গে জেলা ছাত্রদলের কোনো সম্পৃক্ততা নেই। এটি তার পারিবারিক বিষয়।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, আসামিদের ওপর ডিম ছুড়ে মারলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে কারও ওপর লাঠিচার্জ করা হয়নি এবং কাউকে আটক করা হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ৩০ সেপ্টেম্বর অপারেশন ঈগল হান্টের ঘটনায় পুলিশের সাবেক আইজিপি একেএম শহিদুল হক, কাউন্টার টেরিরিজম ইউনিটের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল আলম, ঢাকা রেঞ্জের সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি এম খুরশিদ হোসেন, কাউন্টার টেরিরিজম ইউনিটের সাবেক প্রধান মুনিরুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানীসহ ১৮ জনকে আসামি করা হয়।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
কোনো কারণ ছাড়া কারো ফোন নেয় না আকু: মিঠু Jan 11, 2026
img
'গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প' Jan 11, 2026
img
চবিতে ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাড়া পেলেন সেই শিক্ষক Jan 11, 2026
img
পুতিনকে তুলে নেওয়ার প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য Jan 11, 2026
img
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন তুরস্কের রাষ্ট্রদূত Jan 11, 2026
img
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ১ Jan 11, 2026
img
একদিকে খালেদা জিয়ার মৃত্যুর শোক, অন্যদিকে বাউফলে বিএনপির নেতাদের বিতর্কিত কর্মকাণ্ড Jan 11, 2026
img
জিন্দাপার্কসংলগ্ন এলাকাবাসীর সঙ্গে রাজউক চেয়ারম্যানের মতবিনিময় Jan 11, 2026
img
ট্রাম্পকে হস্তান্তরের ইচ্ছা মাচাদোর নোবেল পুরস্কার, কমিটির না Jan 11, 2026
img
বাড়বে শীতের দাপট, তাপমাত্রা কমতে পারে ২ ডিগ্রি Jan 11, 2026
img
স্থানীয়দের হাতে অপহরণ ৩ রোহিঙ্গা, মুক্তিপণ আদায়ের অভিযোগে কলেজছাত্র গ্রেপ্তার Jan 11, 2026
img
আনোয়ারার সাবেক নারী ভাইস চেয়ারম্যান বদনী গ্রেপ্তার Jan 11, 2026
img
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ১ Jan 11, 2026
img
সুসংবাদ পেলেন বিএনপির আরও দুই নেতা Jan 11, 2026
img
ইরানে সম্ভাব্য হামলা নিয়ে ‘প্রাথমিক’ আলোচনা যুক্তরাষ্ট্রের Jan 11, 2026
img
বিএনপির নির্বাচনী অফিসে কল সেন্টার চালু Jan 11, 2026
img
ইরানকে স্বাধীনতা এনে দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র : ট্রাম্প Jan 11, 2026
img
ইরানে চূড়ান্ত লড়াইয়ের ডাক রেজা পাহলভির, শহর দখলে নেওয়ার আহ্বানর Jan 11, 2026
img
‘আমি হয়তো আর অল্প ক'দিন বাঁচব’, চেলসির সাবেক ফুটবলারের আবেগী বার্তা Jan 11, 2026
img
হামাসকে ’সন্ত্রাসী সংগঠন’ বললেন মামদানি! Jan 11, 2026