কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক বাড়িয়ে দিলেন ডনাল্ড ট্রাম্প। এক নির্বাহী আদেশে স্বাক্ষর করে ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছে। ৩১ জুলাই, এই শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে স্বাক্ষর করেন প্রেসিডেন্ট ট্রাম্প। হোয়াইট হাউসের ভাষ্য অনুযায়ী, বিপজ্জনক মাদক ‘ফেন্টানিল’ নিয়ন্ত্রণে কানাডার ব্যর্থতার কারণেই এই কড়া পদক্ষেপ।
তবে কানাডার বাণিজ্য ব্যুরো এই অভিযোগ অস্বীকার করেছে। তারা বলছে, ফেন্টানিল ইস্যুতে তারা যথাযথভাবে কাজ করছে এবং এই শুল্ক বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। এনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা আলোচনায় আগ্রহী, তবে নতুন শুল্ক কার্যকরের আগে আর কোনো চুক্তির সময় নেই। তিনি কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সম্ভাবনার কথাও জানান।
এদিকে শুধু কানাডাই নয়, আরও কয়েক ডজন দেশের ওপরও নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ভারতের ওপর আগের ২৫ শতাংশ শুল্ক বহাল থাকলেও, বাংলাদেশের পণ্যে শুল্ক কমিয়ে ২০ শতাংশে আনা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই শুল্কনীতির প্রভাব সরাসরি পড়বে আমদানিকারক মার্কিন ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের ওপর। পণ্যের দাম বেড়ে যাওয়ায় বাজারে নতুন করে চাপ তৈরি হতে পারে।
এমকে/এসএন