রাজনীতির মাঠে নামার পর কঙ্গনা রনৌত ভেবেছিলেন হয়তো আইনি বিতর্ক থেকে কিছুটা রেহাই মিলবে। কিন্তু বাস্তব বলছে ঠিক উল্টোটা। পুরনো এক মন্তব্যের জেরে ফের আদালতের মুখোমুখি হতে হচ্ছে বলিউড তারকা তথা মান্ডির সাংসদ কঙ্গনাকে। কৃষক আন্দোলন নিয়ে করা বিতর্কিত মন্তব্যের মামলায় পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে করা তার আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
২০২০-২১ সালের সময়, দিল্লির রাজপথে কৃষকদের ঐতিহাসিক আন্দোলন চলছিল। পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের হাজার হাজার কৃষক বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে জড়ো হয়েছিলেন সিঙ্ঘু, টিকরি আর গাজিপুর সীমান্তে। সেই আন্দোলন নিয়েই এক সময় কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় এক বিস্ফোরক মন্তব্য করেন।
তিনি একটি বৃদ্ধা মহিলার ছবি শেয়ার করে দাবি করেন, তিনি নাকি শাহিনবাগের বিলকিস বানো। আরও বলেন, একে নাকি ১০০ টাকার বিনিময়ে আন্দোলনে হাজির করা যায়! সেই মন্তব্য নিয়ে দেশজুড়ে শুরু হয় ঝড়। সেই ছবির মহিলার নাম ছিল মহিন্দর কৌর। ৭৩ বছর বয়সী এই মহিলার মানহানি হয়েছে—এই অভিযোগে মামলা করেন তিনি।
২০২২ সালে কঙ্গনার বিরুদ্ধে সমন জারি হয়। আদালতে হাজির হওয়ার নির্দেশ পান তিনি। এরপর কঙ্গনা আবেদন করেন পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে, এই মামলা থেকে যেন তাকে অব্যাহতি দেওয়া হয়। কিন্তু শুক্রবার আদালত জানিয়ে দেয়, এমন নির্দিষ্ট অভিযোগ খণ্ডনযোগ্য নয়। অর্থাৎ কঙ্গনাকে স্থানীয় আদালতেই হাজিরা দিতে হবে।
রাজনীতিতে পা রাখার পরও কঙ্গনার সঙ্গে ‘বিতর্ক’ যেন আঠার মতো লেগে আছে। অভিনেত্রীর সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তাকে বলতে শোনা গেছে, “আমি যেমন রাজনীতি ভেবেছিলাম, বাস্তবটা অনেক আলাদা। এটা উপভোগ করছি না।”
তবে বিতর্ক তিনি উপভোগ করছেন কি না, সে বিষয়ে প্রশ্ন থেকেই যায়।
এসএন