শুল্কের বিপরীতে কী দিতে হয়েছে সেটা না জেনে প্রভাব বলতে পারছি না : আমীর খসরু

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশে আনা রপ্তানি খাতের জন্য ‘সন্তোষজনক’ হিসেবে দেখেলেও এর বিপরীতে কী দিতে হয়েছে সেটা না জানা পর্যন্ত এর প্রভাব প্রভাব সম্পর্কে বলা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১ আগস্ট) দুপুরে গুলশানের নিজের বাসায় সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় তিনি এই অভিমত ব্যক্ত করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আপাতত ২০ শতাংশ শুল্ক নির্ধারণ অন্তত এই মুহূর্তে আমাদের রপ্তানি বাজার বাধাগ্রস্ত করবে না। এটা জয়-পরাজয়ের কোনো বিষয় না।

যে শুল্ক নির্ধারণ করা হয়েছে প্রতিযোগিতায় আমরা তুলনামূলকভাবে একটা সন্তোষজনক অবস্থানে আছি। আমরা ২০ শতাংশে আছি। কিন্তু পাকিস্তান ১৯ শতাংশ, ভিয়েতনামে ২০ শতাংশ এবং ভারতের ২৫ শতাংশ। যা প্রতিযোগিতার ক্ষেত্রে সার্বিকভাবে ট্যারিফের ফিগারটা সন্তোষজনক।

আমাদের প্রতিযোগীদের সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিকই আছে। তবে এর বিপরীতে কী দিতে হয়েছে সেটা না জানা পর্যন্ত, এর প্রভাব কী হবে তা বলতে পারছি না।

তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে, এটা শুধুমাত্র একটা শুল্কের বিষয় নয়। এর পেছনের আরো যে বিষয়গুলো জড়িত আছে সেগুলো সম্মিলিতভাবে বিবেচনায় আনতে হবে।   

সেই বিবেচনাটা আগামী দিনের জন্য গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের রপ্তানিকারকরা আপাতত স্বস্তি পেয়েছে বলে আমি মনে করি। তবে এটার সাথে জড়িত অনেক যে বিষয়গুলো আছে, সেগুলো আমাদের জানা নেই। অন্তর্বর্তীকালীন সরকারকে পুরো বিষয়টা খোলাসা করা উচিত।

বাণিজ্য সচিব যুক্তরাষ্ট্র থেকে ২৫টি বোয়িং বিমান কেনার একটা কথা বলেছেন।

এটার সাথে শুল্কের কোনো সম্পর্কের ইঙ্গিত করছেন কিনা- সাংবাদিকরা জানতে চাইলে সাবেক এই বাণিজ্যমন্ত্রী বলেন, কিছু তো করতেই হবে।

কারণ আমেরিকানদের পুরো ট্যারিফের বিষয়টা হচ্ছে, তাদের পণ্য রপ্তানির স্বার্থে। সেজন্য তো এই অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হয়েছে। কিন্তু সেটা করতে গিয়ে বাংলাদেশ কতটুকু ধারণ করতে পারবে, আমাদের অর্থনীতি, ব্যবসায়ীরা কতটুকু গ্রহণ করতে সক্ষম সেগুলো আলোচনার বিষয়। আমরা বিস্তারিত জানলে তার ওপর মন্তব্য করতে পারবো। বাণিজ্য শুধু আমাদের আমেরিকার সাথে নয়। অন্যান্য দেশের সাথেও আছে।

অন্য দেশেও পণ্য রপ্তানি হয়। সেই জায়গাগুলো বিবেচনায় নিয়ে সম্মিলিতভাবে আমরা কোথায় দাঁড়াচ্ছি সেটা বুঝতে হবে, পর্যালোচনা করতে হবে।

রপ্তানির ক্ষেত্রে শুধু আমেরিকার ওপর নির্ভরশীল হয়ে না থেকে ডাইভারসিফাই করতে হবে। শুধু আমেরিকা নির্ভরশীল অর্থনীতি হতে পারে না।

সেটাই হচ্ছে আমাদের আগামী দিনের চ্যালেঞ্জ। এজন্য বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ, অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ এবং আমাদের সক্ষমতা উন্নয়নের সঙ্গে বিধিবিধানগুলো পুনর্মূল্যায়ন করে বাণিজ্যের বড় ধরনের পরিবর্তন আনতে হবে। আমরা আগামীতে সেদিকেই যাবো।

যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ পাল্টা যে শুল্ক আরোপ করেছে সেটা ওই দেশের ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করবে। সরাসরি বাংলাদেশের দিতে হবে না। তবে এতে মূল প্রভাবটা পড়বে ক্রেতদের ওপর। তাদের খরচ বৃদ্ধি পাবে। এতে যুক্তরাষ্ট্রের ক্রেতারা বাংলাদেশের ব্যবসায়ীদেরকে পণ্যের দাম কমাতে চাপ প্রয়োগ করতে পারে। একই সঙ্গে ক্রয়াদেশও কমে যেতে পারে। যা বাংলাদেশের রপ্তানি আয়ে প্রভাব ফেলতে পারে। তবে প্রতিবেশী দেশগুলোর ওপর একই রকম পাল্টা শুল্ক আরোপের কারণে যুক্তরাষ্ট্রের ক্রেতারা অন্য দেশে গিয়েও তেমন সুবিধা করতে পারবে না বলে মনে করেন বিশ্লেষকরা।

এমআর/টিকে     

Share this news on:

সর্বশেষ

img
দিনাজপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ২ কর্মীকে আটক করল পুলিশ Aug 02, 2025
অভ্যুত্থানে অব. সেনা কর্মকর্তাদের অবদান স্বীকার করলেন এবি পার্টির মঞ্জু Aug 02, 2025
img
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩৮২ Aug 02, 2025
img
ইরান সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে : পেজেশকিয়ান Aug 02, 2025
হাসিনা পালানোর দিনের ঘটনা বললেন অব. সেনা কর্মকর্তারা Aug 02, 2025
নির্বাচন নিয়ে জামায়াত নেতা শফিকুল ইসলাম মাসুদের কড়া সমালোচনা Aug 02, 2025
img
দ্বিতীয় দিনে ‘কিংডম’ সিনেমার আয়ে নেমেছে ধস Aug 02, 2025
img
প্রবাসীদের স্বার্থে সৌদির সঙ্গে হতে যাচ্ছে বিশেষ চুক্তি: আসিফ নজরুল Aug 02, 2025
img
ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলাকে ২৪৩ মিলিয়ন ডলার জরিমানা Aug 02, 2025
img
আমরা যে চূড়ান্ত পরিবর্তন চেয়েছিলাম, তা সম্ভব হয়নি: আসিফ মাহমুদ Aug 02, 2025
সত্যের পথে জান্নাতের প্রতিদান! | প্রতিদিনের ইসলামিক কার্টুন Aug 02, 2025
img
পরবর্তী নির্বাচিত সংসদের হাতে চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না: নাহিদ Aug 02, 2025
নকল পরিচয়ে ভারতে বসবাস, ৮ দিনের রিমান্ডে বাংলাদেশি মডেল শান্তা Aug 02, 2025
জামায়াত নেতার সামনে জামায়াতের ভুল ধরলেন মঞ্জু Aug 02, 2025
img
আরেকটি এশিয়ান মিশনে লাওসের পথে পা রাখল বাংলাদেশ দল Aug 02, 2025
img
পণ্যে ২০ শতাংশ মার্কিন কাঁচামাল থাকলে পাল্টা শুল্ক প্রযোজ্য হবে না : বিজিএমইএ সভাপতি Aug 02, 2025
img
শুল্ক চুক্তি শেষে যুক্তরাষ্ট্রের সম্মতিতে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে : বাণিজ্য উপদেষ্টা Aug 02, 2025
img
'সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা' আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে : মন্ত্রণালয় Aug 02, 2025
img
আমরা সবাই নির্দোষ, রিয়াদের ডাকে গিয়ে ফেঁসে গেছি : জানে আলম অপু Aug 02, 2025
img
চীনের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে প্রথম রোবট ‘শুয়েবা ০১’ Aug 02, 2025