২০২৬ ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আছে এক বছরেরও কম সময়। এরই মধ্যে বাজতে শুরু করেছে বিশ্বকাপের ডামাডোল। আগামী ডিসেম্বরে লাস ভেগাসে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ড্র। তবে এসব আয়োজনের মাঝেই ব্রাজিলিয়ান সমর্থকদের জন্য আছে দুঃসংবাদ। ব্রাজিলিয়ান দলের জন্যও অবশ্য খবরটা দুঃখেরই।
আমেরিকার প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তাতে আগামী বছর বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলিয়ান সমর্থকরা। অর্থাৎ, তারা গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন না। আর যদি তাই হয়, তবে ব্রাজিল জাতীয় দলকেও খেলতে হবে নিজ দেশের দর্শকদের ছাড়াই।
২০২৬ বিশ্বকাপের আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। যৌথ আয়োজক হিসেবে আছে কানাডা ও মেক্সিকো। ভৌগোলিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রে বিপুলসংখ্যক ব্রাজিলিয়ান গিয়ে খেলা দেখার সম্ভাবনা আছে। তবে গত বৃহস্পতিবার (৩১ জুলাই) সিএনএন ব্রাজিলের সাংবাদিক লৌরিভাল সান’আনার এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ব্রাজিলিয়ান নাগকিরদের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা নিষিদ্ধ করার কথা ভাবছেন।
সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, গত সপ্তাহে ব্রাজিলের সিনেটরদের ওয়াশিংটনে ভ্রমণের সময়ই ভিসা সীমাবদ্ধতা কার্যকর করা হয়েছে। যার ফলে রাজনীতিবিদরা এখন কঠোর শর্তযুক্ত ভিসা পাচ্ছেন। যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের সরকারের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনার কারণেই ট্রাম্পের এমন পদক্ষেপ। যদি ব্রাজিলিয়ানদের ভিসা প্রদানে ট্রাম্প নিষেধাজ্ঞা দেন, তাহলে সেটি হবে দেশটির ফুটবলপাগলদের জন্য বড় দুঃখের সংবাদ। তবে ব্রাজিলিয়ানদের সম্ভাব্য নিষেধাজ্ঞার কথা সামনে এলেও এ ব্যাপারে ব্রাজিলের সরকার কিংবা ফিফা এখন পর্যন্ত মুখ খোলেনি। যদি সত্যি সত্যিই এমন কিছু হয়, তাহলে ইরানের পাশাপাশি ব্রাজিলকেও বড় ধরনের সংকটে পড়তে হতে পারে।
গত জুনে নিরাপত্তার কারণ দেখিয়ে ইরানের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন ট্রাম্প। তবে এ নিষেধাজ্ঞা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়া খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যদের ওপর প্রয়োগ হবে না।
ইউটি/টিএ