একদিকে শাহরুখ খানের পয়লা জাতীয় পুরস্কার নিয়ে মাতোয়ারা তাঁর ‘কাশ্মীর টু কন্যাকুমারী’র অনুরাগীরা। অন্যদিকে এমন আবহেই প্রিয়াঙ্কা চোপড়ার ‘সাহসী’ তথা ইঙ্গিতপূর্ণ পোস্ট। যে পোস্ট নিজের শর্তে জীবনে বাঁচার কথা বলে। পোস্টে উল্লেখ, ‘বেচারি হওয়ার চেয়ে বোল্ড হওয়া ভালো!’ তবে ‘দেশি গার্ল’-এর শেয়ার করা পোস্টের লেখার থেকেও বেশি নজর কাড়ল সঙ্গে থাকা ছবিটি।
প্রিয়াঙ্কার ইনস্টা স্টোরিতে জ্বলজ্বল করছে বলিউডের এভারগ্রিন নায়িকা রেখার মুখ। যিনি বরাবর নিজের শর্তে জীবনযাপন করেছেন। কঠিন সময়ে হাজারও কটাক্ষের মুখোমুখি হয়েও নিজের সঙ্গে আপোস করেননি। ব্যক্তিগতজীবনে প্রিয়াঙ্কাও তাই। বলিউডের লবিবাজি, রাজনীতিতে তিতিবিরক্ত হয়ে পশ্চিমী বিনোদুনিয়ায় পা বাড়াতে হয় তাঁকে। শোনা যায়, কিং খানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন চাউর হতেই নাকি হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোণঠাসা হয়ে পড়েছিলেন প্রিয়াঙ্কা। সেই প্রেক্ষিতেই এবার বাদশার জাতীয় পুরস্কারজয়ের পর প্রিয়াঙ্কার ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখে দুয়ে দুয়ে চার করল নেটপাড়া! একাংশের অনুমান, ‘বাদশার পুরস্কার প্রাপ্তিতেই কি দেশি গার্ল-এর এহেন সাহসী পোস্ট!’ কেন? একাংশ আবার তার কারণও ব্যাখ্যা করলেন। তাঁদের বক্তব্য, একসময়ে ইন্ডাস্ট্রির তৎকালীন ‘লিডিং ম্যান’ অমিতাভের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা রটতেই অনেক তাবড় তারকাদের বিরাগভাজন হতে হয়েছিল রেখাকে।

প্রেমের নামে হতে হয়েছিল কলঙ্কের ভাগীদার। তবে শত কুৎসা, সমালোচনা পেরিয়ে নিজের শর্তে চলা রেখা আজও একইভাবে সিনেদুনিয়ায় সমুজ্জ্বল। ঠিক যেমন প্রিয়াঙ্কা বলিউডে কোণঠাসা হওয়ার পর হলিউডে হইহই করে কাজ করছেন। আসলে এই পোস্টের মাধ্যমেই দেশি গার্ল ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন, তিনি আপোস করার পাত্রী নন। তাই তো লিখেছেন- ‘বেচারি হওয়ার চেয়ে বোল্ড হওয়া ভালো।’ অর্থাৎ তাঁর কাছে অসহায় হয়ে বেঁচে থাকার থেকে সাহসী হওয়া ঢের ভালো। প্রিয়াঙ্কা নিজে ২০১০ সালে ‘ফ্যাশন’ সিনেমার জন্য সেরা জাতীয় অভিনেত্রীর পুরস্কার পান। আর ২০১৯ সালে তাঁর প্রযোজিত ‘পানি’ জাতীয় পুরস্কার পায়। কিন্তু এবার বাদশার পুরস্কারপ্রাপ্তির পরই কেন এহেন ইঙ্গিতপূর্ণ পোস্ট? একাংশের দাবি, ‘নায়িকার কি গাত্রদহ হল?’ তবে এপ্রসঙ্গে উল্লেখ্য, প্রিয়াঙ্কা কিন্তু বরাবরই রেখার ভক্ত। গতবছর নিজের ভাইয়ের বিয়েতেও প্রবীণ নায়িকাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ডাকাবুকো রেখার সাহস যে তাঁকেও অনুপ্রেরণা জোগায়, তেমন ইঙ্গিত বরাবর দিয়েছেন প্রিয়াঙ্কা। সম্ভবত সেই প্রেক্ষিতেই রেখার ছবিওয়ালা মিমি শেয়ার করে ইঙ্গিতমূলক বার্তা দিয়েছেন তিনি। জল্পনা অনেক!

আসলে একসময়ে বলিউডে কান পাতলেই শোনা যেত, বাদশার সঙ্গে নাকি সম্পর্কে জড়িয়েছেন ‘দেশি গার্ল’। নায়িকার বাড়ির নিচে ভোররাতে বাদশার গাড়ি থেকে শুরু করে একই ডেনিম জ্যাকেট ভিন্ন সময়ে, ভিন্ন অনুষ্ঠানে দুই তারকার গায়ে দেখা, তাঁদের ‘প্রেমের ইস্তেহার’ নিয়ে কম চর্চা হয়নি! মাসখানেক সেই গুঞ্জন চলার পর সেই জল গড়িয়েছিল অনেক দূর! বলিউডে সেভাবে কাজ না পাওয়ায় প্রিয়াঙ্কা চোপড়া এখন মার্কিন মুলুকবাসী। অন্যদিকে, পঞ্চাশোর্ধ্ব শাহরুখ খান নতুন করে বলিউডে ঝোড়ো ব্যাটিং শুরু করেছেন। তবে সম্পর্ক-বিচ্ছেদের রটনার পর থেকে আর এযাবৎকাল শাহরুখ-প্রিয়াঙ্কাকে মুখোমুখি হতে দেখা যায়নি।
এমকে/টিএ