দক্ষিণের সুপারস্টার মহেশ বাবু আসছেন জীবনের অর্ধশতকে। আগামী ৯ আগস্ট ৫০ বছরে পা দেবেন তিনি। তবে এই বিশেষ দিনে ভক্তরা যে তার বহু প্রতীক্ষিত নতুন ছবি এসএসএমবি ২৯ নিয়ে বড় কোনও আপডেট পাবেন- এমন আশা এবারই ভঙ্গ হতে চলেছে।
শুরু থেকেই শোনা যাচ্ছিল, মহেশ বাবুর জন্মদিনে পরিচালক এস এস রাজামৌলি প্রকাশ করবেন কনসেপ্ট পোস্টার বা টিজার। কিন্তু ঘনিষ্ঠ সূত্রের খবর, এই ঘোষণা আপাতত স্থগিত রেখেছেন রাজামৌলি। কারণ, এ ধরনের বৈশ্বিক পরিসরের ছবির জন্য প্রয়োজন আরও সুচিন্তিত পরিকল্পনা ও বৃহৎ পরিসরে উদ্বোধন।
ছবিটির শুটিং নীরবে শুরু হয়েছিল গত বছরই। তবে আশ্চর্যজনকভাবে গত আট মাসে কোনো ধরনের প্রোমোশনাল আপডেট বা ফাঁস হয়নি। এ নিয়ে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে অস্থিরতা।
রাজামৌলির টিম বর্তমানে ব্যস্ত আন্তর্জাতিক লোকেশন খোঁজার কাজে। আফ্রিকার বিভিন্ন প্রান্তে আউটডোর শুটিংয়ের পরিকল্পনা চলছে। নির্মাতারা জানিয়েছেন, সঠিক সময় এলে ছবিটি নিয়ে বড় ঘোষণা আসবে। ততদিন পর্যন্ত ভক্তদের ধৈর্য ধরারই পরামর্শ দিচ্ছে টিম এসএসএমবি ২৯।
কেএন/টিএ