তিন দশকের অভিনয়জীবন পেরিয়ে এবার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে স্বীকৃতি পেলেন রানি মুখার্জি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে এক সন্তানের মায়ের লড়াইয়ে অভিনয়ের জন্য তিনি অর্জন করেছেন ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
সিনেমায় দেখা গেছে, কীভাবে একজন মা অন্যায়ের বিরুদ্ধে লড়ে নিজের সন্তানের অধিকার ফিরে পাওয়ার জন্য সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ান। রানির অভিনয় ছিল তীব্র আবেগপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং দর্শকের হৃদয়ে দাগ কাটার মতো।
পুরস্কার গ্রহণের পর আবেগে ভেসে পড়েন রানি। তিনি এই সম্মান উৎসর্গ করেছেন বিশ্বের সব মায়েদের উদ্দেশে। তার মতে, এই ছবির প্রেরণা ছিল বাস্তব জীবনের অসাধারণ মায়েরা, যারা সন্তানের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত।
রানির এই স্বীকৃতি শুধু তার ক্যারিয়ারের এক গৌরবময় মাইলফলক নয়, বরং মায়েদের অপরিসীম শক্তি ও সাহসিকতারও এক উদযাপন। বাস্তব জীবনের সঙ্গে সিনেমার মেলবন্ধন ঘটিয়ে তিনি যেন মাতৃত্বকেই পর্দায় জীবন্ত করে তুলেছেন।
এই পুরস্কার যেন রানির দীর্ঘ যাত্রার এক নীরব বিজয়, যেখানে সব লড়াইয়ের শেষে উঠে আসে এক নারীর প্রতিজ্ঞা, ভালোবাসা ও সাহসের গল্প।
কেএন/টিএ