শাকিব খানকে নিয়ে ‘বরবাদ’ নির্মাণ করে যেমন আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়গা করে নিয়েছেন মেহেদী হাসান হৃদয়, তেমনি তাঁর প্রতি অভিযোগেরও যেন কমতি নেই। এর আগে ছবির ভারতীয় চিত্রগ্রাহক সামাজিক যোগাযোগ মাধ্যমে হৃদয়ের বিরুদ্ধে অভিযোগের ডালি তুলে ধরেন। পরে অবশ্য সমঝোতার মাধ্যমে সেটি নিরসন হয়। এবার হৃদয়ের বিরুদ্ধে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ তুলেছেন অভিনেত্রী দিলরুবা দোয়েল।
‘বরবাদ’-এ অভিনয় না করলেও ছবির নায়িকা ইধিকা পালের কিছু অংশের ডাবিং করেছেন দোয়েল। এই ডাবিংয়ের পারিশ্রমিক দেননি পরিচালক, এমনটা জানিয়েছেন অভিনেত্রী নিজেই।
দোয়েল বলেন, ‘আমাকে হৃদয় ভাই তাঁর সহকারীকে দিয়ে ফোন করিয়ে বলেছিলেন, ইমার্জেন্সি ইধিকা পালের চরিত্রের ডাবিংটা একটু করে দিতে হবে। আমি বলছিলাম স্পট পেমেন্ট করতে।
এরপর আমি ডাবিং করলেও পয়সা পাইনি। ডাবিং করার পর আমি কয়েকবার ফোন করেছি পরিচালককে, তিনি আমার ফোন ধরেননি।’
দোয়েল আরো বলেন, ‘টাকাটা কোনো ইস্যু না, কিন্তু প্রেস্টিজটা তো থাকল না। উনারা এত বড় ছবি বানায়, এত গলাবাজি করে, তাহলে উনারাই অভিনয়, নির্মাণ ডাবিং—সবকিছু করুক। আমাদের দরকার কি?’
দোয়েলের অভিযোগের বিষয়টি নিয়ে মেহেদী হাসান হৃদয় বলেন, ‘আমি জানতামই না, এই রকম একজন আর্টিস্টের পেমেন্ট আটকে আছে। আর উনি যদি আমাকে ফোন দিয়ে থাকেন, আসলে অনেক সময় অপরিচিত নম্বর থেকে ফোন এলে ধরা হয় না। উনার নম্বর আমার কাছে নাই। হয়তো ব্যস্ততার জন্য ফোন ধরা হয়নি। উনি যদি একটা টেক্সট করে রাখতেন তাহলে হয়তো কথা বলতাম।
তা ছাড়া উনার সঙ্গে আমার কাজের বিষয়ে কথা হয়নি।’
এফপি/ টিকে