সামাজিক যোগাযোগ মাধ্যমের বাজারে রাজত্ব করতে প্ল্যাটফর্মগুলো নিয়ে আসছে নিত্য নতুন আকর্ষণীয় ফিচার। এ যেন সামাজিক মাধ্যমগুলোর মধ্যকার শীতল যুদ্ধ। প্রতিযোগিতার বাজারে নিজের অবস্থান আরও সংহত করতে এবার ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বাজারে আনতে চলেছে নতুন ম্যাসেজিং অ্যাপ ‘থ্র্যাটস’।
বন্ধুদের সঙ্গে সম্পর্ক আরও মধুর করে তুলতে নতুন অ্যাপটি দ্বারা ব্যবহারকারীর অবস্থান, যাতায়াত, ব্যাটারি লাইফের মতো রিয়েল টাইম ইনফরমেশন শেয়ার করা যাবে। এছাড়াও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আলাদা করে পোস্ট, ছবি, ভিডিও প্রভৃতি শেয়ার করা যাবে। থাকছে বন্ধুদের সঙ্গে বার্তা ও ছবি আদান-প্রদানের সুবিধা।
খুব শীঘ্রই আপনার পছন্দের অ্যাপ স্টোরে অ্যাপটি পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। ‘থ্র্যাটস’ একটিভ করার সঙ্গে সঙ্গেই তা স্বয়ংক্রিয়ভাবে আপনার ঘনিষ্ঠ বন্ধুদেরকে বিভিন্ন তথ্য জানাতে শুরু করবে। শুধু তাই নয়, আপনি কখন সেলফি স্টিক ব্যবহার করছেন, কখন অফিসে যাচ্ছেন, কখন বাসে বা ট্রেনে ভ্রমণ করছেন, এরকম তথ্য শেয়ারের সুবিধাও থাকবে অ্যাপটিতে।
তবে আশঙ্কার কথা হচ্ছে- এটি ব্যবহারের ফলে ব্যক্তিগত তথ্য হুমকির মধ্যে পড়তে পারে। এছাড়া ঘনিষ্ঠ বন্ধুদের কাছে মিথ্যে বলে ধরা পড়ার সম্ভাবনাও থাকছে। ধরুন, আপনার ঘনিষ্ট বন্ধুর লিস্টে থাকা কোনো বন্ধুকে জানালেন আপনি অসুস্থতার কারণে বাইরে যাচ্ছেন না, কিন্তু লোকেশন আপডেটে আপনার সেই বন্ধুটি দেখতে পেলেন আপনি কনসার্টে আছেন।
তথ্য নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রো-প্রাইভেসির এডভোকেট আটিলা টমাসচেক বলেন, “যদিও আমরা ভাবতে পছন্দ করি যে এসব তথ্য শুধু বন্ধুদের সঙ্গেই শেয়ার করা হচ্ছে, কিন্তু সব তথ্যই ফার্মগুলোর সার্ভারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে, সুতরাং আমরা যতটা ব্যক্তিগত ভাবছি তথ্যগুলো ততটাও ব্যক্তিগত থাকছে না।”
তবে এই মুহূর্তেই ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ খুব নির্দিষ্ট কোনো তথ্য শেয়ারের ব্যবস্থা রাখছে না বলে জানা যাচ্ছে। কেউ হাঁটছেন বা দাড়িয়ে আছেন, এরকম খুব সাধারণ তথ্যগুলোই এই মুহূর্তে জানানোর ব্যবস্থা রাখা হয়েছে।
টাইমস/এনজে/জিএস