গাজায় আরও ১০০ টন সহায়তা পাঠাচ্ছে পাকিস্তান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। টানা ২২ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছেন ৬০ হাজারেরও বেশি ফিলিস্তিনি। হামলার পাশাপাশি ইসরায়েল গাজাতে কার্যত অবরোধও জারি রেখেছে।

এর ফলে গাজায় বহু মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছেন। সৃষ্টি হয়েছে মানবিক সংকট। এমন অবস্থায় আবারও বিপুল পরিমাণ সহায়তা নিয়ে গাজার ফিলিস্তিনিদের পাশে দাঁড়াচ্ছে পাকিস্তান। দেশটি গাজায় আরও ১০০ টন সহায়তা পাঠাচ্ছে।

এই সহায়তার মধ্যে ‘রেডি-টু-ইট’ খাবারের পাশাপাশি শিশুদের খাবার ও ওষুধ রয়েছে। রোববার (৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বিশেষ নির্দেশে গাজায় মানবিক সহায়তার আরেকটি চালান পাঠানো হচ্ছে সোমবার।

রোববার এক অনুষ্ঠানে এই সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিএমএ) চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়, এনডিএমএ এবং আলখিদমাত ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি জনগণের প্রতি পাকিস্তানের অবিচল সংহতির কথা পুনর্ব্যক্ত করেন।

তিনি গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষার ওপর জোর দেন। পাশাপাশি তিনি আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমারেখা অনুসারে টেকসই দুই-রাষ্ট্রভিত্তিক রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন।

পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, “পাকিস্তান এই সংকটময় মুহূর্তে ফিলিস্তিনি জনগণের পাশে আছে এবং তাদের প্রয়োজন মেটাতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে”। তিনি সময়মতো সহায়তা পাঠানোর জন্য এনডিএমএ, আলখিদমাত ফাউন্ডেশন ও অন্যান্য কল্যাণমূলক সংস্থার প্রশংসা করেন।

অনুষ্ঠানে পাকিস্তানে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত দেশটির জনগণের পক্ষ থেকে পাকিস্তানি জনগণের সহানুভূতি ও উদারতার জন্য কৃতজ্ঞতা জানান।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, এই নিয়ে গাজায় সহায়তার ১৭তম চালান পাঠাচ্ছে পাকিস্তান। ১০০ টন ওজনের এই চালানটি সোমবার ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে রওনা দেবে। মোট ২০০ টন সহায়তা পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রথম ধাপে এই চালানটি যাচ্ছে। বাকি ১০০ টন সামনের দিনগুলোতে পাঠানো হবে।

সবশেষ চালানে রয়েছে ৬৫ টন রেডি-টু-ইট খাবার, শিশুদের জন্য ২০ টন গুঁড়া দুধ, ৫ টন বিস্কুট এবং ১০ টন ওষুধ। এই চালান পাঠানোর পর গাজায় পাকিস্তানের মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১ হাজার ৭১৫ টনে। পরবর্তী চালানটি গেলে তা বেড়ে হবে ১ হাজার ৮১৫ টন।

এমআর/টিকে 

Share this news on:

সর্বশেষ

img
রাশিয়াকে যুদ্ধে অর্থায়ন করছে ভারত, অভিযোগ হোয়াইট হাউসের Aug 04, 2025
img
প্রকাশ্যে প্রেম করছেন টম ক্রুজ-আনা! Aug 04, 2025
img
কাঠগোলাপ হাতে সাদামাটা সৌন্দর্যে মুগ্ধ করলেন প্রভা Aug 04, 2025
img
দেশে আর কোনো স্বৈরাচারের ঠাঁই হবে না : প্রধান উপদেষ্টা Aug 04, 2025
img
বলিউডে সৌন্দর্যের নামে বাড়ছে চাপ, তামান্নার স্পষ্ট বার্তা Aug 04, 2025
img
জন্মদিনে ভাবনার কাছে কেক নয়, ভালোবাসাই বড় আয়োজন Aug 04, 2025
img
শ্রীদেবীর জন্য রজনীর অনুভব, ভাগ্য থামিয়ে দিল সে গল্প Aug 04, 2025
img
আবারও এক-এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে : মাহফুজ আলম Aug 04, 2025
img
চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের ১৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ জারি Aug 04, 2025
img
“শাকিবের উচিত ছিল ব্যক্তিগত জীবন পর্দার আড়ালে রাখা”, অপুর পাশে তনি Aug 04, 2025
img
প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর : ইউনূস-আনোয়ারের সম্পর্ক কাজে লাগাতে চায় সরকার Aug 04, 2025
img
টিভির পর্দা জয় করার পর এবার সিনেমায় মোহিত রায়না Aug 04, 2025
img
কেউ আসুক না আসুক বিচার আটকে থাকবে না : পররাষ্ট্র উপদেষ্টা Aug 04, 2025
img
আমি খুব বুঝে শুনে বন্ধুত্ব করি : ইমন Aug 04, 2025
img
রাশি খান্নার বলিউড যাত্রায় নতুন অধ্যায় ‘নাগজিলা’ Aug 04, 2025
img
সাদিক কায়েমকে নিয়ে কাদেরের অভিযোগের জবাব দিলেন এনসিপি নেতা Aug 04, 2025
img
জুলাই গণঅভ্যুত্থান দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ: রাষ্ট্রপতি Aug 04, 2025
জুলাই ঘোষণাপত্র ও সনদ প্রসঙ্গে যা বললেন নূর Aug 04, 2025
img
ট্রাম্পের পারমাণবিক সাবমেরিন মোতায়েন নিয়ে মুখ খুলল রাশিয়া Aug 04, 2025
img
জন্মদিনে কৌশিক গঙ্গোপাধ্যায়ের প্রতি চলচ্চিত্রপ্রেমীদের শ্রদ্ধা Aug 04, 2025