ঢাকার সরকারি সাত কলেজকে সাইন্স, আর্টস ও হিউমেনিটিজ, বিসনেস, ল অ্যান্ড জাস্টিস এ চারটি ভাগে বিভক্ত করে পাঠদান ও গবেষণা কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মজিবুর রহমান। এদিকে, অন্তর্বর্তী প্রশাসনের অধীনে এবং বিদ্যমান নিয়মে চলতি মাসেই সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিন খান।
সোমবার (০৪ আগস্ট) সকালে সচিবালয়ে সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বদরুননেসা, ইডেন ও ঢাকা কলেজকে স্কুল অব সাইন্স, বাংলা কলেজকে স্কুল অব আর্টস অ্যান্ড হিউমেনিটিজ, তিতুমীর কলেজকে স্কুল অব বিসনেস স্টাডিজ এবং কবি নজরুল ও শহীদ সোহরাওয়ার্দি কলেজকে স্কুল অব ল অ্যান্ড জাস্টিসে পরিণত করা হচ্ছে।
একজন উপাচার্য ও একজন প্রক্টরসহ ৭ কলেজে ১৪ জন ডেপুটি প্রক্টর থাকবেন বলে জানান শিক্ষা সচিব।
সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রম পরিচালিত হবে একাডেমিক কাউন্সিল সিনেট ও সিন্ডিকেটের মাধ্যমে।
অধ্যাপক তানজীমউদ্দিন খান বলেন, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা এখনও চূড়ান্ত হয়নি। কলেজগুলোর অবকাঠামোগত পরিস্থিতি যাচাই করে আসন সংখ্যা নির্ধারণ করা হবে।
মন্ত্রণালয়ের অনুমোদনক্রমেই বিদ্যমান কাঠামোতে এ বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। সকল প্রক্রিয়া সম্পন্ন করে চলতি বছরের মধ্যেই এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে কার্যক্রম শুরু করা সম্ভব বলে জানান তিনি।
বর্তমানে একটি অন্তর্বর্তী প্রশাসন বিশ্ববিদ্যালয়টির পরিচালনার দায়িত্ব পালন করছে বলেও জানান অধ্যাপক তানজীমউদ্দিন খান।
এফপি\টিকে