জীবনকে ঝুঁকিতে ফেলে ভাঙা কাঁধেই ব্যাট করবেন ওকস!

শেষ সময়ে জমে উঠেছে ওভাল টেস্ট। পঞ্চম দিনে ম্যাচ জিততে ইংল্যান্ডের দরকার ৩৫ রান, ভারতের প্রয়োজন ৪ উইকেট। যদিও এটিকে ৩ উইকেটও বলা যায়। কারণ কাঁধের চোটে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। তবে দলের প্রয়োজনে তিনি ভাঙা কাঁধ নিয়েই ব্যাট করতে নামতে পারেন বলে জানিয়েছেন জো রুট।

ম্যাচের পাল্লা এখন পর্যন্ত ইংল্যান্ডের দিকেই ভারী। স্বাগতিকরা চাইবে গতকাল অপরাজিত থেকে চতুর্থ দিন শেষ করা দুই জেমি- স্মিথ (২*) ও ওভারটন (০*) আজ দলকে ম্যাচ ও সিরিজ জিতিয়েই মাঠ ছাড়বে। তবে যদি কোনো কারণে এ দুজন না পারেন সেক্ষেত্রে গাস অ্যাটকিনসন ও জশ টাং আছেন। আর শেষ ভরসা কাঁধের চোটে থাকা ওকস।

ওকস ব্যাট না করলেই স্বস্তিতে থাকবে ইংল্যান্ড। কিন্তু প্রয়োজনে কাঁধের গুরুতর চোট নিয়েও তিনি ব্যাটিংয়ে নামবেন বলে জানিয়েছেন জো রুট। তার ভাষায়, ইংল্যান্ডের জন্য ওকসের এই আত্মত্যাগ ‘জীবনকে ঝুঁকিতে ফেলার মতো।’ চলমান সিরিজে ভারতের জন্য অনেকটা একইরকম কাজ করেছেন ঋষভ পান্তও।

গত বৃহস্পতিবার ওভাল টেস্টের প্রথম দিনে সীমানারেখার কাছে ডাইভ দিয়ে বাউন্ডারি ঠেকাতে গিয়ে বাঁ কাঁধে গুরুতর আঘাত পান ওকস। স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানায়, ৩৬ বছর বয়সী বোলিং অলরাউন্ডার এই ম্যাচে আর খেলতে পারবেন না।

ইংল্যান্ড দলের ফিজিওর সহায়তায় বাঁ হাত সোয়েটারে জড়িয়ে ব্যথায় কাতরাতে কাতরাতে সেদিন মাঠ ছাড়েন ওকস। এরপর আর তাকে দেখা যায়নি। তবে গতকাল ইংল্যান্ডের ৬ উইকেট পড়ে যাওয়ার পর ওকসকে ড্রেসিংরুমে ঘোরাফেরা করতে দেখা গেছে। সে সময় বাঁ হাতে কালো ব্যান্ডেজ ছিল আর পরনে ম্যাচের জার্সি। বোঝাই যাচ্ছিল, দরকার পড়লে তিনি এক হাতেই ব্যাট করতে প্রস্তুত।

চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জো রুটও সেটিই নিশ্চিত করলেন, ‘বাকিদের মতো ওকসও আমাদের সঙ্গেই আছে। এটা এমন এক সিরিজ, যেখানে খেলোয়াড়দের জীবন ঝুঁকির মুখে ফেলতে হয়েছে। ম্যানচেস্টার টেস্টে পান্ত ভাঙা পা নিয়েই ব্যাট করেছেন। ক্রিস ওকসও ইংল্যান্ডের জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলতে প্রস্তুত।’

রুটের আশা, ওকসের ব্যাটিংয়ে নামার প্রয়োজন পড়বে না। তিনি বলেন, ‘সে প্রচণ্ড যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এটা (দলের প্রতি নিবেদন) তার কাছে অনেক অর্থবহ। ইংল্যান্ডের জন্য নিজেকে ঝুঁকিতে ফেলতেও প্রস্তুত থাকা তার চরিত্র ও ব্যক্তিত্বের জানান দেয়। তবে আশা করি খেলা ওই পর্যন্ত যাবে না।’

ব্রিটিশ দৈনিক টেলিগ্রাফ জানিয়েছে, ওকসের কাঁধের চোট ধারণার চেয়েও গুরুতর। চিকিৎসকেরা নিশ্চিত করেছেন, তার কাঁধে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে কমপক্ষে পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে নভেম্বরে শুরু হতে যাওয়া অ্যাশেজ সিরিজে খেলতে পারবেন না এই পেসার।

টিকে/

Share this news on:

সর্বশেষ

img
দেশ নিয়ে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে : মির্জা ফখরুল Aug 04, 2025
img
আব্দুল কাদেরকে ইনস্টিটিউট ফ্যাকাল্টির সাথি হিসেবে কাউন্ট করত শিবির : রিফাত Aug 04, 2025
img
বাংলা ভাষাকে ‘বাংলাদেশি’ বলা নিয়ে ক্ষুব্ধ রূপম ইসলাম Aug 04, 2025
img
প্রধান উপদেষ্টাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য সামান্তা শারমিনের Aug 04, 2025
img
ফকিরেরপুলকে ৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিল বাফুফে Aug 04, 2025
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্কের শুরু নিয়ে মুখ খুললেন মেঘনা আলম Aug 04, 2025
img
চলতি অর্থবছরে জুলাইয়ে রপ্তানি বেড়েছে ২৫ শতাংশ Aug 04, 2025
img
মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য: রাষ্ট্রপতি Aug 04, 2025
img
হার্টের রিংয়ের দাম কমালো সরকার, প্রজ্ঞাপন জারি Aug 04, 2025
img
জানা গেল নেদারল্যান্ডস সিরিজের সময়সূচি Aug 04, 2025
img
পুতিন-জেলেনস্কির বৈঠক সম্ভব: ক্রেমলিন Aug 04, 2025
img
১০ বছর পর ফ্রেমবন্দী দেব-শুভশ্রী, কথা বললেন-নাচলেনও Aug 04, 2025
লিডার এমন হতে হবে যে সবার কথা চিন্তা করবে; তামিম কোয়াবের সভাপতি হবেন? Aug 04, 2025
এমন নির্মমভাবে মানুষ মানুষকে মারতে পারে! Aug 04, 2025
img
সূরিয়ার সঙ্গে এবার স্ক্রিন শেয়ার করবেন ভাবানী Aug 04, 2025
img
কাজে ফিরছেন সাবেক রাষ্ট্রপতির বিদেশ গমনে প্রত্যাহার সেই এসপি Aug 04, 2025
img
কারো সঙ্গে পাল্লা দেওয়ার জন্য আমি এখানে আসিনি : অপু বিশ্বাস Aug 04, 2025
img
‘টাকা পে’ নামে ভুয়া ওয়েবসাইট, কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা জারি Aug 04, 2025
img
নেতৃত্ব দিতে প্রশাসন নয়, জনগণের সহায়তা লাগে: তারেক রহমান Aug 04, 2025
img
আওয়ামী লীগের এখনো বোধোদয় হয়নি : রনি Aug 04, 2025