তিন দশকেরও বেশি সময় ধরে বলিউডের রাজা হয়ে থাকা শাহরুখ খান পেয়েছেন অভিনয় জীবনের এক বড় স্বীকৃতি জীবনের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। 'জওয়ান' ছবির জন্য ‘সেরা অভিনেতা’র সম্মান অর্জনের পর দেশজুড়ে যেন অভিনন্দনের বন্যা। সেই তালিকায় এবার যুক্ত হলেন কংগ্রেস সাংসদ ও ‘অভিধানের কবি’ শশী থারুরও।
শশী থারুর এক্স (সাবেক টুইটার)-এ লিখেছিলেন, “এক জাতীয় সম্পদ এবার জাতীয় পুরস্কার পেলেন।” সেই শুভেচ্ছার জবাবে কিং খান করলেন রসিকতা একেবারে থারুরের ভাষার ভঙ্গিতেই।
শাহরুখ উত্তর দেন, “আপনার সহজ প্রশংসার জন্য ধন্যবাদ, মিস্টার থারুর। এর চেয়ে বেশি ম্যাগনিলোকুয়েন্ট ও সেসকিউপেডালিয়ান হলে বুঝতে পারতাম না!”
সাধারণত এই রকম শব্দ প্রয়োগে কুখ্যাত শশী থারুর এবার নিজেই হতবাক, আর ভক্তরা মুগ্ধ শাহরুখের মজার ভঙ্গিতে।
এই মুহূর্তে শাহরুখ খানের জন্য সময়টা একদম সুবর্ণ। ‘জওয়ান’ দিয়ে আবারও নিজের তারকা শক্তি প্রমাণ করেছেন তিনি। সেই সফলতারই স্বীকৃতি হিসেবে পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার শশী থারুরের বুদ্ধিদীপ্ত রসিকতার জবাবে নিজস্ব ঢঙে জিতে নিলেন ভক্তদের মনও।
এমকে/এসএন