SaveOurOceans হ্যাশট্যাগ দিয়ে গণসচেতনতা মূলক ভিডিও আপলোড করলেই, ভিডিও প্রতি দুই ডলার সমুদ্র সংরক্ষণের উদ্দেশে দান করার ঘোষণা করেছে জনপ্রিয় ভিডিও তৈরির অ্যাপ টিকটক কর্তৃপক্ষ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে দেয়া ঘোষণা অনুযায়ী ভিডিও প্রতি দুই ডলার অর্থ দান করা হবে আমেরিকার অলাভজনক প্রতিষ্ঠান কনজারভেশন ইন্টারন্যাশনালকে।
যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, স্পেন, ইতালি, ইন্ডিয়া, জাপান, হংকং, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ আরও বহু দেশে চলমান বিশ্ব প্রচারণার অংশ হিসেবে সমুদ্র সংরক্ষণের উদ্দেশ্যে ডোনেশনের ১ লাখ ডলার সরাসরি চলে যাবে।
পিও চ্যারিটেবল ট্রাস্টের মতে, প্রতিবছর ১৩ লাখ মেট্রিকটন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে নিক্ষেপ করা হয়।
২০১৭ সালে জাতিসংঘ বলেছিল, প্রতিবছর এই প্লাস্টিক বর্জ্যের কারণে প্রায় ১০ লাখ সামুদ্রিক পাখি, এক লাখ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী এবং অগণিত মাছ মারা যায়। ২০৫০ সালের মধ্যে সমুদ্রে মাছের থেকে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে।
টাইমস/এনজে/জিএস