তেলেগু সিনেমায় আসছে এক নতুন অধ্যায়। পরিচালক গৌতম তিন্নানুরি তার নতুন ছবি কিংডম দিয়ে তৈরি করছেন টলিউডের অন্যতম উচ্চাভিলাষী সিনেমাটিক ইউনিভার্স। বিজয় দেবরাকোন্ডা অভিনীত এই ছবির প্রথম পর্ব মুক্তির পরপরই ঘোষণা এল আরও তিনটি বড় পরিকল্পনার।
প্রথমেই আসছে ওটিটিতে একটি স্ট্যান্ডঅ্যালোন প্রিক্যুয়েল, যেখানে দেখা যাবে সেতু চরিত্রের গল্প। প্রথম পর্বের শেষে রহস্যময় প্রতিপক্ষ হিসেবে সেতুকে দেখানো হয়েছিল। এবার সেই চরিত্রের অতীতের কাহিনি মিলবে আলাদা কনটেন্টে।
এরপর বড় পর্দায় মুক্তি পাবে কিংডম পার্ট ২। সেখানে সূরি (বিজয় দেবরাকোন্ডা) আর সেতুর মুখোমুখি লড়াই হবে আরও তীব্র ও উত্তেজনাপূর্ণ। নির্মাতারা ইঙ্গিত দিয়েছেন, গল্পের গতি এবার আরও দ্রুত হবে এবং ভিজ্যুয়াল ইফেক্ট ও অ্যাকশন দৃশ্য হবে নজরকাড়া।
শুধু তাই নয়, সম্ভাব্য পার্ট ৩-এর কথাও ভাবছেন পরিচালক। ১৯২০-এর দশকের প্রেক্ষাপটে সাজানো হবে সেই গল্প, যেখানে কিংডমের উৎপত্তি ও উত্তরাধিকার তুলে ধরা হবে।
প্রযোজক এস নাগা ভামসি নিশ্চিত করেছেন, ওটিটি প্রিক্যুয়েল প্রথম পর্বের ছেঁটে দেওয়া উপগল্পগুলোকেও আবার গল্পে ফিরিয়ে আনবে। সব মিলিয়ে ওটিটি আর বড় পর্দা দুই মাধ্যম মিলিয়ে এই ফ্র্যাঞ্চাইজিকে এক বিশাল সিনেমাটিক জগৎ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে।
ভাগ্যশ্রী বরসে থাকছেন নারী প্রধান চরিত্রে, আর সুরে থাকছেন অনিরুদ্ধ। কিংডম তাই শুধু একটি ছবি নয়, বরং বহু-মাধ্যমে বিস্তৃত হতে চলা টলিউডের এক অনন্য বিনোদন অভিজ্ঞতা।
এমকে/টিএ