আগামী ১৪ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যাকশন ছবি ওয়ার ২। এই ছবিতে মুখোমুখি হয়েছেন বলিউড সুপারস্টার হৃতিক রোশন ও দক্ষিণী সেনসেশন জুনিয়র এনটিআর।
স্বাধীনতা দিবসের সপ্তাহে মুক্তি পাচ্ছে এই বিগ-বাজেট ছবি, আর এরই মধ্যে দর্শকের প্রত্যাশা আকাশছোঁয়া।
সম্প্রতি ছবির প্রচারণায় হৃতিক এনটিআরের প্রশংসায় ভাসালেন। বিশেষ করে এনটিআরের নাচের দক্ষতায় মুগ্ধ তিনি। হৃতিক বলেন, “জুনিয়র এনটিআর অবিশ্বাস্য। তিনি কোনো রিহার্সাল ছাড়াই নিখুঁতভাবে নাচেন। প্রতিটি স্টেপ যেন তার ভেতরেই রয়েছে। এটা আমাকে সত্যিই অবাক করেছে।”
হৃতিক আরও জানান, আরআরআর তারকার সঙ্গে কাজ করা ছিল এক দারুণ অভিজ্ঞতা। এনটিআরের শক্তিশালী অভিনয় ও স্বতঃস্ফূর্ততা থেকে অনেক কিছু শিখেছেন তিনি।
ইয়ারফের ব্যানারে নির্মিত এই ছবি শুধু তারকাখ্যাতি নয়, বরং অ্যাকশন, স্টাইল আর উত্তেজনায় ভরপুর গল্পের জন্যও আলোচনায় রয়েছে। দুই সুপারস্টারের এই সংঘর্ষ স্বাধীনতা দিবসের সপ্তাহে যেন পর্দায় নিয়ে আসবে এক বিরাট বিনোদন উৎসব।
এমকে/টিএ