আর্জেন্টাইন গায়িকার সঙ্গে লামিনে ইয়ামালের প্রেমের গুঞ্জন

বয়স ১৮ হওয়ার আগেই বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালের সঙ্গে একাধিক তরুণীর সম্পর্কের আলোচনা উঠেছিল। উভয়পক্ষই সেসব খবর উড়িয়ে দেয়। ১৮ বছর পূর্ণ হওয়ার দিন থেকে চলছে নতুন আলোচনা। নিজের বিশেষ ওই দিন থেকেই নাকি আর্জেন্টাইন এক র‌্যাপারের সঙ্গে অন্যরকম সম্পর্ক দেখা যাচ্ছে ইয়ামালের। এমনকি দুজন একসঙ্গে বিচ ক্লাবে রাত্রিযাপন করেছেন বলেও স্প্যানিশ গণমাধ্যমে উঠে এসেছে।

ইয়ামালের সঙ্গে নতুন করে আলোচনায় আসা আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোল। তাকে স্প্যানিশ ফরোয়ার্ডের জন্মদিনের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল। তবে দুজনের দেখা-সাক্ষাতের ইতি ঘটেনি সেখানে। স্প্যানিশ সাংবাদিক জাভি হোয়োস বিশ্বস্ত সূত্রের বরাতে দুজনের একসঙ্গে সমুদ্রের তীরবর্তী রিসোর্টে রাত্রিযাপনের কথা জানিয়েছেন। সামাজিক মাধ্যম টিকটকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘লামিনে ইয়ামাল ও নিকি নিকোলের মাঝে কিছু চলছে!’

এর সঙ্গে জাভি হোয়োস যোগ করেছেন, ‘খুবই নির্ভরযোগ্য এক তরুণী, যিনি কখনোই ‍ভুল তথ্য দেন না।’ এর আগে ১৯তম জন্মদিন উদযাপন অনুষ্ঠানে ইয়ামাল-নিকোলের মাঝে স্বাভাবিক আচরণই ছিল বলে উল্লেখ করেন তিনি। তবে তাদের পরস্পর রসিকতা করার দৃশ্যও নাকি নজর কেড়েছিল। এর ১১ দিন পর (২৪ জুলাই) ইয়ামাল-নিকোলকে ফের বিচ ক্লাবে দেখা গেছে জানিয়ে স্প্যানিশ সাংবাদিক লেখেন, ‘দুজন একসঙ্গে বিচ ক্লাবে গেছেন এবং নিশ্চিতভাবে তারা চুমুও খেয়েছেন। এমনকি ভোর ৪টার দিকে একসঙ্গে সেই স্থান ত্যাগ করেন তারা।’



এসব দৃশ্যমান ঘটনার বাইরেও দুজনের মাঝে প্রেমের সম্পর্ক চলছে বলে নিশ্চয়তা দিচ্ছেন হোয়োস। সাম্প্রতিক সময়ে লামিনে ইয়ামাল বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তি সম্পন্ন করার পর বহুল কাঙ্ক্ষিত ১০ নম্বর জার্সিও পেয়েছেন। যা গায়ে দিয়ে তিনি ইতোমধ্যে আলো ছড়াচ্ছেন বার্সেলোনার চলমান প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ এশিয়া সফরে।

এর আগে লামিনে ইয়ামালের সঙ্গে জড়িয়ে আলোচনায় আসা স্প্যানিশ মডেল ফাতি ভাজকেজ তারচেয়ে বয়সে ১৩ বছরের বড়। ইতালিতে দুজন একসঙ্গে ছুটি কাটাতে দেখা গেছে, যদিও তাদের মাঝে প্রেমের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য আসে উভয়পক্ষ থেকে। সেই ঘটনার রেশ না কাটতেই প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতা ক্লদিয়া বাভেল ও ইয়ামালকে জড়িয়ে আসে নতুন গুঞ্জন। এবার আলোচনায় আসা নিকি নিকোলও ইয়ামালের চেয়ে বয়সে ৬ বছরের বড়।

অন্যদিকে, আর্জেন্টাইন র‌্যাপশিল্পী নিকোলের সঙ্গে এর আগে ২০২৪ সালে দেশটির তারকা মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের প্রেমের সম্পর্কে জড়ানোর গুঞ্জন উঠেছিল। বুয়েন্স আয়ার্সের এক নাইটক্লাবে দুজনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তাতে আলোচনার ডালপালা মেলে। এ ছাড়া আলোচনার আরেকটি কারণ ছিল এনজোর উদযাপন, গোলের পর তিনি কানে ফোন ধরার মতো ইঙ্গিত দেন। বলা হচ্ছিল ২০২২ সালে নিকি নিকোলের হিট গান ‘কল মি’র সঙ্গে মিল রেখে তাকে গোল উৎসর্গ করেছেন আলবিলেস্তে তারকা। মাঝে নিজের বান্ধবীর সঙ্গে সম্পর্কে টানাপোড়েন ছিল এনজোর, অবশ্য তারা এখন আবার একসঙ্গে থাকতে শুরু করেছেন।

এমকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সন্ধ্যায় লাওসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ Aug 06, 2025
img
ট্রাম্পের সঙ্গে ‘ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: জেলেনস্কি Aug 06, 2025
যে ৩টি কাজ করলে আপনার মৃত্যু সহজ হবে | ইসলামিক জ্ঞান Aug 06, 2025
img
টেস্ট সিরিজকে ২০০৫ সালের অ্যাশেজের সঙ্গে তুলনা করেছেন রবিচন্দ্রন Aug 06, 2025
ধূমকেতু’র ট্রেলার লঞ্চে জমে উঠল দেব-শুভশ্রীর খুনসুটি Aug 06, 2025
img
স্ক্যাম ঠেকাতে হোয়াটসঅ্যাপের অভিযান, বন্ধ ৬৮ লাখ অ্যাকাউন্ট Aug 06, 2025
img
এই শোক কাটিয়ে উঠতে পারছি না : মিষ্টি জান্নাত Aug 06, 2025
img
উত্তরাখণ্ডের মানুষের জন্য সাহায্যের আবেদন উর্বশীর Aug 06, 2025
img
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ‘গণঅভ্যুত্থান দিবস’ পালন Aug 06, 2025
img
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম নিয়ে রিভিউয়ের রায় পেছাল Aug 06, 2025
img
জুলাই ঘোষণাপত্র নিয়ে জামায়াতের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আজ দুপুরে Aug 06, 2025
img
মাইলস্টোনে শুরু হয়েছে পাঠদান কার্যক্রম Aug 06, 2025
img
দুপুরে প্রধান উপদেষ্টার ভাষণ-ঘোষণাপত্র নিয়ে এনসিপির সংবাদ সম্মেলন Aug 06, 2025
img
আবু সাঈদ হত্যার ঘটনায় ৬ আসামি ট্রাইব্যুনালে, অভিযোগ গঠন আজ Aug 06, 2025
img
বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে 'সাইয়ারা' Aug 06, 2025
img
নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ জানতে চায় জনগণ: প্রিন্স Aug 06, 2025
img
‘পতি পত্নী ও পাঙ্গা’-তে হিনা-রকির দুষ্টু-মিষ্টি কেমিস্ট্রি Aug 06, 2025
img
‘আভান জাভান’ গানে কিয়ারার রঙিন ঝলক Aug 06, 2025
img
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের ১২ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড়ের শঙ্কা Aug 06, 2025
img
৫ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে আনুশকার ‘ঘাটি’ Aug 06, 2025