উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার ধরালী গ্রামে হঠাৎ মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানে তৈরি হয়েছে বিপর্যয়কর পরিস্থিতি। সবুজ পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসা কাদাস্রোত মিশে যাচ্ছে জনবসতিতে। উঁচু পাহাড় থেকে ফুঁসে ওঠা নদীর জল নীচের গ্রামে ঢুকে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে একাধিক ভিডিও।
এমন এক সংকটকালে সকলের চোখ খুঁজেছে এক পরিচিত মুখকে—উত্তরাখণ্ডের বাসিন্দা অভিনেত্রী উর্বশী রৌতেলা। হরিদ্বারে জন্ম নেওয়া এই বলিউড অভিনেত্রী নিজেই জানালেন, তিনি সুস্থ আছেন এবং এই দুর্যোগে নিজের এলাকার মানুষের পাশে আছেন।
উর্বশী বলেন, ‘‘হরিদ্বারের মেয়ে আমি। তাই উত্তরাখণ্ডের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মানুষের মধ্যে নিজের আত্মার খোঁজ পাই।’’ ধরালীতে মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের দৃশ্য দেখে শোকাহত হয়ে পড়েন তিনি। তবে শুধু মন খারাপ করে থেমে যাননি, জানিয়েছেন সক্রিয়ভাবে ত্রাণে যুক্ত হওয়ার অঙ্গীকার।
তিনি বলেন, ‘‘এই দুর্যোগে ধরালী গ্রামের মানুষ একা নন, তাঁদের পাশে আছি আমি। তাঁদের হয়ে কথা বলব, যতটা সম্ভব সাহায্য করব।’’ শুধু নিজেই নয়, উর্বশী আবেদন জানিয়েছেন সারা বিশ্বের অনুরাগীদের কাছে—উত্তরাখণ্ডের পাশে দাঁড়ানোর জন্য।
এই সময়ে উর্বশীর এমন মানবিক বার্তা ও অঙ্গীকার নতুন করে জানিয়ে দিল, তারকা শুধু পর্দায় আলো ছড়ান না, সময় এলে নিজেদের শিকড় ও মানুষের দুঃখে পাশে দাঁড়ান নির্ভয়ে।
এসএন