বলিউডে দ্রুত ছড়িয়ে পড়েছে এক নতুন প্রেমের সুর। সদ্য মুক্তি পাওয়া গান ‘পারদেশিয়া’ যেন এক নিমিষে জয় করে নিয়েছে কোটি শ্রোতার মন। ২০২৫ সালের প্রথম সপ্তাহেই এটি হয়ে উঠেছে বছরের সবচেয়ে বেশি শোনা হিন্দি রোমান্টিক গান।
প্রথম ২৪ ঘণ্টায় স্পটিফাইয়ে ২ লাখ ৭৫ হাজারের বেশি স্ট্রিমিং, আর মাত্র চার দিনেই সেই সংখ্যা ছাড়িয়েছে ২৫ লাখ। একই সঙ্গে গানটি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে ঝড়ের গতিতে। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই তৈরি হয়েছে ৪০ হাজারের বেশি রিল, অসংখ্য ফ্যান এডিট ভিডিও ঘুরছে নেটদুনিয়ায়।
সিদ্ধার্থ মালহোত্রা ও জাহ্নবী কাপুর অভিনীত এই গানের রোমান্টিক আবহ যেন বলিউডের স্বর্ণযুগকে ফিরিয়ে এনেছে। সোনু নিগমের সুমধুর কণ্ঠে গাওয়া ‘পরদেশিয়া’ আজকের দ্রুতগতির বিটের ভিড়ে এনে দিয়েছে এক ভিন্ন মাত্রা।
গানটির সাফল্য শুধু স্ট্রিমিংয়েই সীমাবদ্ধ নয়, ভাঙছে নানা রেকর্ডও-
স্পটিফাই ইন্ডিয়া ডেইলি টপ ২০০ তালিকায় #২৫
ইউটিউব ইন্ডিয়া মিউজিক ট্রেন্ডিংয়ে #৩
ইউটিউব গ্লোবাল ডেইলি টপ মিউজিক ভিডিওতে #২০
আসন্ন ছবি ‘পরম সুন্দরী’-এর সাউন্ডট্র্যাক হিসেবে প্রকাশিত 'পারদেশিয়া’ প্রমাণ করেছে, মেলোডি ও হৃদয়ছোঁয়া প্রেমের গান আজও শ্রোতার হৃদয়ে শীর্ষস্থান ধরে রাখে। ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২৯ আগস্ট।
এমকে/টিএ