হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ সারা খান দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারে বহু উত্থান-পতনের সাক্ষী। বিগ বস প্রতিযোগী থেকে শুরু করে একাধিক হিট ধারাবাহিকের নায়িকা হিসেবে দর্শকদের মন জয় করেছেন তিনি। কিন্তু সম্প্রতি দিল্লিতে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী।
সারা জানান, ২ আগস্ট দিল্লিতে একটি ইভেন্টে তার উপস্থিত থাকার কথা ছিল। শহরটিকে তিনি সবসময়ই ভালোবাসেন, আর দিল্লিও তাকে সবসময় আপন করে নিয়েছে। কিন্তু এবারের অভিজ্ঞতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আয়োজকরা প্রতিশ্রুতি অনুযায়ী নিরাপত্তা ও আতিথেয়তা দিতে ব্যর্থ হন। কোনো নোটিশ ছাড়াই তার হোটেল পরিবর্তন করে তাকে এক অপরিচিত, গা ছমছমে এবং অনিরাপদ জায়গায় রাখা হয়।
অভিনেত্রীর অভিযোগ, সাহায্যের জন্য পাশে কেউ ছিলেন না। শুধু একটি গাড়ির ব্যবস্থা রাখা হয়েছিল, সেটি নিতে অস্বীকার করলে আয়োজকদের একজন তার টিমকে হুমকি দেন ফিরতি বিমানের টিকিট তাকে নিজেকেই কাটতে হবে এবং দলের সুরক্ষার দায়িত্বও নিতে হবে নিজেকেই।
সারা বলেন, “এটি আমার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা। ১৮ বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কিন্তু এরকম পরিস্থিতির মুখোমুখি হইনি। ন্যূনতম সম্মান তো পাইনি, বরং মানসিক ও শারীরিকভাবে হেনস্থার শিকার হয়েছি।”
এই ঘটনার পর টেলিভিশন দুনিয়ায় নিরাপত্তা ব্যবস্থা ও আয়োজকদের দায়বদ্ধতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
এমকে/টিএ