বলিউডে আসছে এক নতুন সাই-ফাই কমেডি- ‘ছুমন্তর’। প্রেম, হাসি আর ভবিষ্যতের মোচড়ে ভরপুর এই ছবির প্রধান চরিত্রে দেখা যাবে অনন্যা পান্ডে ও ‘মুঞ্জ্যা’ খ্যাত অভয় ভার্মাকে।
প্রযোজনা করছে দীনেশ ভিজানের ম্যাডক ফিল্মস, আর পরিচালনায় থাকছেন ‘ঢাক ঢাক’ নির্মাতা তারুণ দুদেজা।
ছবির প্রি-প্রোডাকশন শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে, আর শুটিং শুরু হওয়ার সম্ভাবনা ২০২৫ সালের শেষ দিকে। ম্যাডকের সঙ্গে এটি অভয়ের দ্বিতীয় ছবি, ‘মুঞ্জ্যা’-এর সাফল্যের পর যিনি বর্তমানে শাহরুখ খানের ‘কিং’ ও নেটফ্লিক্সের ‘অপারেশন সাফেদ সাগর’-এর মতো একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত।
অন্যদিকে অনন্যা প্রথমবার ম্যাডক ফিল্মসের ব্যানারে কাজ করছেন, যার ঝুলিতে ইতোমধ্যে রয়েছে ‘চাঁদ মেরা দিল’ ও অ্যামাজন প্রাইমের ‘কল মি বে’ সিজন ২।
ম্যাডক ফিল্মস বরাবরের মতোই ভিন্ন ধারার সিনেমা বানিয়ে এসেছে, হোক সেটা হরর-কমেডি বা রোমান্টিক ড্রামা। এবার ‘ছুমন্তর’ দিয়ে তারা মূলধারার সাই-ফাই কমেডিতে পা রাখছে। সব মিলিয়ে ২০২৬ সালের বলিউডে অন্যতম আলোচিত ছবি হতে চলেছে ‘ছুমন্তর’।
এমকে/টিএ