“এই ওয়ার্দি শুধু সাহস নয়, ত্যাগও দাবি করে”-এই সংলাপ দিয়েই শুরু হয়েছে বহু প্রতীক্ষিত যুদ্ধনির্ভর সিনেমা ১২০ বহাদুর-এর টিজার। বরফাচ্ছন্ন সীমান্তে এক সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই ছবি সাহস, বন্ধুত্ব ও আত্মত্যাগের এক অনন্য কাহিনি নিয়ে আসছে।
বরফে ঢাকা যুদ্ধক্ষেত্রে একদল সেনার সংগ্রাম ও আত্মোৎসর্গের গল্পকে বড় পর্দায় জীবন্ত করতে নির্মাতারা নিয়েছেন বাস্তব যুদ্ধের অনুপ্রেরণা। টিজারে দেখা যায় কঠিন পরিস্থিতি, প্রচণ্ড ঠান্ডা, এবং জীবন-মৃত্যুর সীমান্তে দাঁড়িয়ে দেশের জন্য লড়াই করা সৈনিকদের দৃঢ় মনোবল।
ছবিটি মুক্তি পাবে ২০২৫ সালের ২১ নভেম্বর। নির্মাতারা জানাচ্ছেন, ১২০ বাহাদুর শুধু যুদ্ধের গল্প নয়, এটি এক অসামান্য ত্যাগের স্মারক যা দর্শকদের হৃদয়ে গভীর ছাপ ফেলবে।
এমকে/টিএ