ছাত্রদলের কাউন্সিলের ওপর আদালতের স্থগিতাদেশ

জাতীয়তাবাদী ছাত্রদলের ৬ষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলের ওপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। সেইসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১০ জনকে এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। ২৭ বছর পর  শনিবার ছাত্রদলের এ কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। 

বৃহস্পতিবার ঢাকা জজকোর্টের ৪ নম্বর আদালত এ স্থগিতাদেশ জারি করেন। কোর্ট থেকে নোটিশ নিয়ে নয়াপল্টনে ছাত্রদলের কেন্দ্রীয় অফিসে যান আদালতের প্রতিনিধিরা। 

বিলুপ্ত ছাত্রদলের কমিটির নেতা আমান উল্লাহর আবেদনের প্রেক্ষিতে আদালত ছাত্রদলের কাউন্সিলের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে।

এ বিষয়ে ছাত্রদলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, এখন পর্যন্ত আমরা পুরোপুরি নিশ্চিত নই। আদালতের স্থগিতাদেশ থাকলে কাউন্সিল স্থগিত হবে। আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংগঠনটির দুই শীর্ষ পদে ২৮ জন ছাত্রনেতা ভোটযুদ্ধে অংশ নেয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

 

টাইমস/এসআই

Share this news on: