গাজীপুরে কিশোর হত্যায় আটক ৬

গাজীপুরে ৩ সেপ্টেম্বর প্রকাশ্যে এক কিশোরকে কুপিয়ে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বৃহস্পতিবার র‌্যাব-১ এর পোড়বাড়ি ক্যাম্পের ইনচার্জ কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সিনিয়রিটি দ্বন্দ্বে নুরুল ইসলামকে খুন করেছে কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য। বুধবার গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং খুনে ব্যবহৃত তিনটি চাপাতি, তিনটি চাকু, পাঁচটি মোবাইল ও কিছু নগদ টাকা উদ্ধার করা হয়।’

গ্রেপ্তারদের তিনজন হলেন কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার সুরাটির বাদল মিয়ার ছেলে রাসেল (১৮), গাজীপুরের শ্রীপুরের নতুন পটকার মনু মিয়ার ছেলে মো. সৌরভ (২১) এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডালবাড়ির মো. খায়রুল শেখের ছেলে আমির হামজা (১৯)। অপর তিনজনের বয়স ১৭ বছর। তাদের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের বনগ্রাম, গাজীপুর সদরের জামতলা এবং সিরাজগঞ্জের শাহাজাদপুরের জুগনিদেই।

গত ৩ সেপ্টেম্বর দুপুরে মহানগরীর ভাওয়াল রাজদীঘির পাড়ে কিশোর নুরুল ইসলাম ওরফে নুরুকে চাপাতি ও চাকু দিয়ে কুপিয়ে খুন করে কয়েকজন কিশোর-তরুণ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা নুরুল ইসলামকে হত্যার কথা স্বীকার করেছে বলে র‍্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান।

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ