তিন দশক ধরে বলিউড শাসন করছেন শাহরুখ খান। যুগের পর যুগ বক্স অফিসে রাজত্ব করেছেন, পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। বিশ্বের নামিদামি প্রায় সব পুরস্কারই তার দখলে। অথচ তাঁর ঝুলিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল না।
৩৩ বছরের ক্যারিয়ারে চলচ্চিত্র পুরস্কারের দেখা পাননি বলিউড বাদশাহ। অবশেষে তার হাতে উঠছে পুরস্কার। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের সুবাদে ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন তিনি। আর এই সংবাদ জানার পর থেকেই উচ্ছ্বাসে ফেটে পড়েছেন কিং খানের ভক্তকুল।
তবে শাহরুখের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ে সবাই যেমন খুশি, তেমনি কেউ কেউ আবার প্রশ্নও তুলছেন। অনেক নেটিজেন এমনকী শোবিজ অঙ্গনের অনেককেও শাহরুখের এই পুরস্কার ঘিরে প্রশ্ন তুলতে দেখা গেছে। বিশেষ করে ‘জওয়ান’ সিনেমার জন্য তার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়াটা অনেক ভক্তও যেন মেনে নিতে পারছেন না। সোশ্যাল মিডিয়ায় যা নিয়ে চলছে আলোচনা।
সম্প্রতি দক্ষিণের অভিনেত্রী উর্বশীও প্রশ্ন তোলেন, শাহরুখকে সেরা নির্বাচিত করার মানদণ্ড বা পরিমাপক কী ছিল?
তবে এবার সমালোচনাকারীদের বিপক্ষে আওয়াজ তুললেন ভারতের শক্তিমান’খ্যাত অভিনেতা মুকেশ খান্না। স্পষ্টবাদী হিসেবে বলিউডে বেশ পরিচিত মুকেশ। এবার তিনি শাহরুখ খানকে দেওয়া জাতীয় পুরস্কার নিয়ে কথা বলেছেন। আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে মুকেশ বলেন, ‘যারা বলছেন যে শাহরুখ খানের এই সিনেমার (জওয়ান) জন্য নয়, স্বদেশ-এর জন্য পুরস্কার পাওয়া উচিত ছিল, তাদের মনে রাখা উচিত যে, এ আর রহমান ‘জয় হো’ গানের জন্য অস্কার পেয়েছিলেন, তার আগে তাঁর রচিত অন্যান্য ভালো ভালো গানের জন্য নয়।’
মুকেশ খান্না কিং খানকে সমর্থন করে আরও বলেন, ‘শাহরুখ গত ৪০ বছর ধরে কঠোর পরিশ্রম করে আসছেন।
তিনি যদি জাতীয় পুরস্কার পান তাহলে তাতে দোষের কী?’
৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেতা হিসেবে শাহরুখ খানের সঙ্গে যুগ্মভাবে সেরা অভিনেতার পুরস্কার পেতে যাচ্ছেন বিক্রান্ত ম্যাসে। সেরা অভিনেত্রীর সম্মাননা পাচ্ছেন রানি মুখার্জি। সেরা ছবির পুরস্কার পাচ্ছে ‘টুয়েলভথ ফেল’। সেরা বিনোদনমূলক চলচ্চিত্র ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’। সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন সুদীপ্ত সেন। ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার জন্য পুরস্কারটি পেয়েছেন তিনি।
এসএন