নব্বই দশকের প্রতিটি ভারতীয় শিশুর কাছে ‘শক্তিমান’ কেবল একটি টেলিভিশন অনুষ্ঠান নয়, ছিল এক রঙিন স্বপ্ন, ছিল ভারতের প্রথম সুপারহিরোকে নিজের চোখে দেখার অভিজ্ঞতা। সেই স্মৃতি ফের ফিরিয়ে আনতে বড়পর্দায় শক্তিমানকে ফিরিয়ে আনার ঘোষণা করেছিলেন মুকেশ খান্না। তবে সেই অপেক্ষায় এবার কিছুটা ছেদ পড়ল।
সম্প্রতি আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা মুকেশ খান্না জানান, বড়পর্দার ‘শক্তিমান’ নির্মাণ প্রায় সম্পূর্ণ হলেও, কিছু অনির্দিষ্ট জটিলতার কারণে ছবির মুক্তি আটকে গেছে। যদিও এই বাধা সত্ত্বেও আশাবাদী তিনি। মুকেশের ভাষায়, ‘‘শক্তিমান শুধু একটি চরিত্র নয়, এটি ভারতীয় সিনেমার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’’
এ বছরই এক দেশাত্মবোধক গানে শক্তিমান অবতারে মুকেশ খান্নাকে দেখা গিয়েছিল, যার পর থেকেই শুরু হয় জল্পনা—তবে কি পুরোনো চরিত্রে ফিরছেন তিনি? পরে এক্স (পূর্বতন টুইটার)-এ মুকেশ স্পষ্ট করেন, সেই গানটি আসন্ন সিনেমার কোনো অফিসিয়াল ঘোষণা ছিল না।
দর্শক এখন নতুন করে অপেক্ষা করছেন শক্তিমানের প্রত্যাবর্তনের। শৈশবের সুপারহিরোকে বড়পর্দায় দেখার স্বপ্ন বাঁচিয়ে রেখেছেন কোটি কোটি দর্শক। শুধু শক্তিমান নয়, নস্টালজিয়া, ভারতীয় সংস্কৃতি আর সাহসিকতার মিশেলে গড়া এক অনন্য হিরোর নতুন অভিযানের দিকে তাকিয়ে গোটা প্রজন্ম।