বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘দেশ পুনর্গঠনের প্রথম কাজ হবে ভোটাধিকার ফিরিয়ে আনা এবং যারা নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে তাদের বিচার নিশ্চিত করা।’
বুধবার (৬ আগস্ট) দুপুরে কুমিল্লা মহানগর বিএনপি আয়োজিত জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ফ্যাসিবাদবিরোধী বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহিদ বলেন, ‘বাংলাদেশের জনগণ গত ১৬ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। তাই আজ আমাদের জাতীয় দায়িত্ব অনেক বেড়ে গেছে।
দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটি নিশ্চিত করাই হবে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য।’
তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা জানিয়েছেন, জাতীয় নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। আমরা বিশ্বাস করি, সেই নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার পুনরুদ্ধার করবে।’
উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে ডা. জাহিদ বলেন, ‘গত ১৬ বছর ধরে আপনারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। আমাদের অনেক নেতাকর্মী গুম, আহত ও মামলা-হামলার শিকার হয়েছেন। আমরা আজ সেসব শহীদ ভাইদের স্মরণ করছি, যারা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করি।
যারা এখনো নির্যাতিত, আমরা সবসময় তাদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।’
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমনসহ জেলা, মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমআর/টিএ