দীর্ঘ প্রায় এক দশক পর একসঙ্গে পর্দায় ফিরতে যাচ্ছেন কলকাতার সুপারহিট জুটি দেব-শুভশ্রী। ‘ধূমকেতু’ নামের সেই ছবিটি নির্মাণ করেছেন কৌশিক গাঙ্গুলী। ছবির ট্রেলার লঞ্চ উপলক্ষে সোমবার (৪ আগস্ট) দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে জমকালো এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন টালিউডের একসময়কার এই জুটি। সেখানে ফিরে এলো নস্টালজিয়া, খুনসুটি, হাসি-ঠাট্টা।
দর্শক-ভক্তরাও যেন ফিরে পেলেন হারানো এক যুগ।
এরপর থেকেই ফেসবুক-ইনস্টাগ্রাম ও ইউটিউব-টিকটকে ভাইরাল হয়েছেন দুই তারকা। তাদের ছবি ও ভিডিওতে সয়লাব সোশ্যাল মিডিয়া। দুজনের নতুন করে বন্ধুত্ব নিয়ে অনেকে মুখরোচক গল্পও লিখছেন, বলছেন। সেসব কীভাবে নিচ্ছেন শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তী এবং দেবের বান্ধবী রুক্মিণী? আপাতত রাজের মন্তব্য পাওয়া গেছে। মুখ খুলেছেন তিনি।
ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে দেব-শুভশ্রীর অনুষ্ঠানে উপস্থিত না হওয়া প্রসঙ্গে রাজ চক্রবর্তী বলেন, ‘আমার অনেক মিটিং ছিল, অনেক কাজ ছিল। আমি তো এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই, তৃতীয় পক্ষ মাত্র। এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতে হবে! অনুষ্ঠানটি ছিল ছবির টিমের। যারা এই সিনেমার সঙ্গে যুক্ত তারাই উপস্থিত ছিলেন। আমরা দুজনেই কাজের জগতে ব্যস্ত থাকি। তাই আলাদা আলাদা সামলে চলি।’
তিনি বলছেন, দেব-শুভশ্রীর রিইউনিয়নের চেয়ে বড় ঘটনা ‘ধূমকেতু’র মুক্তি। ছবিটি দিয়ে আবার সুপারহিট জুটিটি পর্দায় ফিরছে। এটা উপভোগ করা উচিত।
প্রাক্তনদের একসঙ্গে দেখা নিয়ে ব্যক্তিগত মত জানিয়ে রাজ বলেন, ‘পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার চেয়েও বড় বিষয় হলো, ‘ধূমকেতু’ মুক্তি পাচ্ছে। দেব-শুভশ্রীর মতো একটি জুটি অনেক দিন পর একসঙ্গে আসছে এটা খুব ইতিবাচক ব্যাপার। এই জায়গায় পৌঁছানোই তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা সেটি সফলভাবে করেছে, এটাই আমি দেখি।’
সাংবাদিক যখন দেব-শুভশ্রীর পুরোনো সম্পর্কের প্রসঙ্গ তুললেন তখনও দারুণ পরিণত উত্তর দিলেন রাজ চক্রবর্তী। বললেন, ‘দেবের ‘প্রাক্তন’ শুভশ্রী আজ আমার স্ত্রী। প্রত্যেক মানুষেরই অতীত থাকে। আপনারও হয়তো আছে। সেটা নিয়ে কথা বললে আপনি খুশি হবেন? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা কোনো অপরাধ নয়। বরং অতীত মানেই অনেক স্মৃতি, অনেক ইতিবাচক মুহূর্ত। সোমবারের অনুষ্ঠান সফল হয়েছে, সুন্দর হয়েছে। কারণ সেই অতীত সুন্দর ছিল। আমি ওদের সম্পর্ককে সম্মান করি, ঈর্ষা করি না।’
২০১৩ সালে শুরু হয় দেব-শুভশ্রীর ধূমকেতু ছবির শুটিং। তখন তাদের সম্পর্কও ছিল চরমে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্ক ভাঙে, আর নানা জটিলতায় আটকে যায় ছবির মুক্তি। অবশেষে ২০২৫ সালের ১৪ আগস্ট প্রায় এক দশক পর আলোর মুখ দেখতে চলেছে সেই বহু প্রতীক্ষিত সিনেমা। ট্রেলার লঞ্চেই দর্শকদের উন্মাদনা দেখে অনেকেই বলছেন, ছবিটিও হিট করবে।
এমকে/টিএ