নানা কারণেই উরফি জাভেদ থাকেন আলোচনায়, বিশেষ করে তার পোশাক নিয়ে সব থেকে বেশি আলোচনা হয়। মাঝে মাঝে তিনি তার ফ্যাশন সেন্স দিয়ে সবাইকে অবাক করে দেন। আবার অনেক সময় পোশাকের জন্য ট্রোলের শিকারও হতে হয় তাকে। তবে এসব সমালোচনাকে কখনোই সেভাবে পাত্তা দেন না উরফি।
তার ব্যক্তিগত জীবন নিয়েও তিনি সাবলীল থাকেন। তবে সম্প্রতি তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে যে তথ্য ফাস করেছেন তা বেশ অবাক করা। তিনি জানিয়েছেন যে তিনি নাকি তার প্রেমিকের বিয়ে ভেঙে দিয়েছিলেন।
ম্যাশেবল ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে, উরফি তার প্রেমিক সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন, ‘ও এখানকার নয়, ও দিল্লির ছেলে।
আমার প্রেমিকের উচ্চতা ৬'৪। যত দূরেই হোক না কেন, এটি মাত্র দুই ঘণ্টার ফ্লাইট। আমি প্রতি সপ্তাহে ওখানে গিয়ে থাকি। কিন্তু ওখানে যদি পাপারাজ্জিরা আসে তবে ও পালিয়ে যাবে।
আসলে ও খুব লাজুক। ইনস্টাগ্রামেও কোনো পোস্ট করে না। নেটদুনিয়ায় ওর কোনো ছাপ নেই বললেই চলে, সেই জায়গায় আমি একেবারে বিপরীত।’
এরপর উরফিকে জিজ্ঞাসা করা হয়, কোথায় তার প্রেমিকের সঙ্গে তার দেখা হয়েছিল, তিনি বলেন, ‘হঠাৎ করেই ওর সঙ্গে আমার ভাগ্যক্রমে দেখা হয়। আমরা সেই সময় একই জায়গায় ছিলাম।
ওর বিয়ে কথা অন্য কোথাও হচ্ছিল, অ্যারেঞ্জড ম্যারেজ। কিন্তু আমি ওর বিয়ে ভেঙে দিই। তবে তখনো কিছুই চূড়ান্ত হয়নি, মনে হয় কেবল একবার দেখা করেছিল ওরা।’
অন্যদিকে, উরফি সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি শেয়ার করেছেন যেখানে দেখা গেছে ফের তার মুখ ফুলে গেছে। ছবিটি শেয়ার করে উরফি লেখেন, ‘সবাই আমার ওপর এমন খারাপ নজর দিয়েছে যে, একটা মাকড়সা আমার মুখে কামড়ে দিয়েছে।’
প্রসঙ্গত, উরফি বিগ বস ওটিটি সিজন ১-এ উপস্থিত হয়েছিলেন, কিন্তু দ্রুত তিনি শো থেকে বেরিয়ে আসেন। এরপর তিনি ‘দ্য ট্রেইটার্স’ শোতে উপস্থিত হয়েছিলেন, সেখানে তিনি বিজয়ী হন।
এমআর/টিএ