বলিউডে নতুন উত্তেজনার নাম—কার্তিক আরিয়ান বনাম অক্ষয় খান্না! একসঙ্গে পর্দায় মুখোমুখি হতে চলেছেন এই দুই ভিন্ন মেজাজের তারকা। নির্মাতা রাজকুমার পেরিয়াসামির পরিচালনায় আসছে এক নতুন অ্যাকশন থ্রিলার, যেখানে থাকবে টানটান উত্তেজনা, রক্তগরম করা দৃশ্য এবং চরিত্রের গভীরতা।
ছবিটির প্রযোজনায় রয়েছে টি-সিরিজ। এখনো নাম ঠিক না হওয়া এই প্রকল্প নিয়ে বলিউডের অন্দরমহলে চলছে চূড়ান্ত তোড়জোড়। ‘অ্যামারান’ (২০২৪)-এর মতো ৩০০ কোটি রুপি আয় করা পরিচালকের হাতে এবার আরও ভয়ংকর, আরও নিষ্ঠুর অ্যাকশনের প্রতিশ্রুতি। এমনকি ঘনিষ্ঠ মহলের দাবি—এই ছবির অ্যাকশন হবে অ্যানিমেল-এর থেকেও বেশি ভয়ংকর!
সূত্র বলছে, কার্তিক আরিয়ান ও অক্ষয় খান্না প্রায় চূড়ান্ত হয়ে গেছেন। তরুণ, সাহসী এবং শক্তিশালী নেতিবাচক চরিত্রে এবার দেখা যাবে কার্তিককে। আর অক্ষয় খান্না হবেন এক জটিল ও হুমকিস্বরূপ ভিলেন। একদিকে কার্তিকের বর্তমান বক্স অফিস সাফল্য, অন্যদিকে অক্ষয়ের ঘনীভূত অভিনয়শৈলী—এই সংঘর্ষ নিঃসন্দেহে বড় পর্দায় এক নতুন ধাক্কা হয়ে আসছে।
এই অ্যাকশন-নাটকীয় ছবির জন্য দুই তারকাই নিয়েছেন কঠোর শারীরিক প্রশিক্ষণ। ছবিটির লক্ষ্য শুধু বলিউড নয়, গোটা ভারতজুড়ে দর্শক টানা। তাই এর নির্মাণেও থাকছে সর্বভারতীয় মান ও আকর্ষণ।
চলচ্চিত্রটি মুক্তির দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে প্রস্তুতি শুরু হয়ে গেছে। সিনেমাপ্রেমীদের জন্য এটি হতে চলেছে বহু প্রতীক্ষিত এক অ্যাকশন-থ্রিলিং অভিজ্ঞতা।
এফপি/ টিএ