বলিউডের নতুন প্রেমের ছবি ‘সইয়ারা’ নিয়ে জোর আলোচনা চলছে দর্শকমহলে। কিন্তু এরই মধ্যে প্রশ্ন উঠেছে—ছবিতে অরিজিৎ সিংহ আছেন, তবুও কেন তাঁর কণ্ঠে কেবল একটি গান? অবশেষে এই কৌতূহলের জবাব দিলেন ছবির পরিচালক মোহিত সুরি।
মোহিত স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি বরাবরই নতুন কণ্ঠস্বরের অন্বেষণে থাকেন। তাঁর কথায়,
“আমি অনবরত নতুন কণ্ঠের খোঁজে থাকি। 'আশিকি ২'–তে যেমন নতুন কণ্ঠ খুঁজতে গিয়ে অরিজিৎকে পেয়েছিলাম, এবার ‘সইয়ারা’ ছবিতে অহানের চরিত্রের জন্য সবচেয়ে মানানসই কণ্ঠ মনে হয়েছে ফাহিমকে।”
অর্থাৎ, এবার নতুন এক গায়ককে সামনে এনেছেন মোহিত। নবাগত ফাহিম-এর গলায়ই ছবির মূল গানগুলো রেকর্ড করা হয়েছে, যদিও অরিজিৎ আছেন একটি গানে। তবে ছবির সুরের মূল দায়িত্ব এবার পড়েছে এই নতুন কণ্ঠস্বরের ওপরই।
ছবির নায়ক অহন পাণ্ডে, যিনি এই ছবির মাধ্যমেই বলিউডে আত্মপ্রকাশ করছেন, তাঁর অভিনয়ের সঙ্গে সঙ্গেই কণ্ঠস্বরের মিল খুঁজতে চেয়েছেন পরিচালক। সেই খোঁজেই উঠে এসেছে ফাহিম নামটি।
এ নিয়ে বলিউডের সঙ্গীতপ্রেমীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও, মোহিতের এই সাহসী উদ্যোগকে অনেকে সাধুবাদও জানিয়েছেন। অতীতে অরিজিৎ সিংহকেও তিনিই প্রথম ব্রেক দিয়েছিলেন, এখন দেখার বিষয়, ফাহিমও কি তেমনই ঝড় তুলতে পারেন কি না।
এফপি/ টিএ