বছরখানেক ধরেই বাংলার প্রেক্ষাগৃহে বাংলা সিনেমার ব্রাত্য থাকার অভিযোগ। মেগাবাজেট হিন্দি সিনেমার গুঁতোয় কখনও ভালো ব্যবসা করা বাংলা ছবিকে হল থেকে উৎখাত করা হয়েছে, আবার কখনও বা ব্যবসার স্বার্থে বলিউডের দৌড়াত্ম্যে বাংলা সিনেমার শো কমিয়ে দেওয়া হয়েছে মারাত্মক হারে। বর্তমানে রাজ্যজুড়ে যখন বাঙালি অস্মিতায় শান দেওয়া হচ্ছে, তখন সেই আবহেই বাংলা সিনেমাকে বাঁচাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন দেব, সৃজিত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-সহ টলিউডের তাবড় পরিচালক-প্রযোজকরা।
এর আগেও বাংলার প্রেক্ষাগৃহেই বাংলা সিনেমা কোণঠাসা হওয়ার খবর একাধিকবার শিরোনামে এসেছে। এবার আরও ‘অ্যালার্মিং সিচুয়েশন’, মত সিনে বিশেষজ্ঞদের। এর আগে ‘পুষ্পা ২’ ছবির জন্যেও ‘সিঁদুরে মেঘ’ দেখেছিল টলিউড! আর এবার, ১৪ আগস্ট বহু প্রতীক্ষিত বাংলা সিনেমা ‘ধূমকেতু’র রিলিজ। ওই একই দিনে মুক্তি পাচ্ছে যশরাজ ফিল্মস প্রযোজিত বলিউডের মেগাবাজেট সিনেমা ‘ওয়ার ২’। উল্লেখ্য, বলিপাড়ার সংশ্লিষ্ট প্রযোজনা সংস্থার ‘ওয়ান শো পলিসি’র গেরোয় অতীতেও ধাক্কা খেতে হয়েছে টলিউডের একাধিক ছবিকে। ডাকসাইটে প্রযোজনা সংস্থার শর্ত অনুযায়ী, সিঙ্গল স্ক্রিন প্রেক্ষাগৃহে তাঁদের সিনেমা চললে, অন্য কোনও সিনেমা চালানো যাবে না। আরেকটু পরিষ্কার করে বললে, আঞ্চলিক ভাষার কোনও সিনেমা থাকবে না সেই হলে। সাম্প্রতিক অতীতের গ্রাফ ঝালিয়ে দেখলে, দেখা যাবে বাংলার ক্ষেত্রেও এই নির্দেশিকার কোনও হেরফের হয়নি। তাই এবার সম্ভবত ‘ওয়ার ২’ মুক্তির প্রাক্কালে ‘ধূমকেতু’র জন্য একজোট হয়ে কোমর বেঁধে মাঠে নেমেছে টলিউড। বাংলা সিনেমাকে বাঁচাতে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গিয়েছে।
জানা গেল, সেই চিঠিতে স্বাক্ষর করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, প্রযোজক শ্রীকান্ত মোহতা, নিসপাল সিং রানে, দেব, সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়-সহ বাংলা সিনেদুনিয়ার তাবড় পরিচালক-প্রযোজকরা। যার জেরে বৃহস্পতিবার, ৭ আগস্ট নন্দনে অরূপ বিশ্বাসের তরফে বৈঠক ডাকা হয়েছে। এপ্রসঙ্গে কৌশিক গঙ্গোপাধ্যায় সংবাদ প্রতিদিনকে জানালেন, বাংলা ছবির প্রদর্শন নিয়ে চিঠি দেওয়া হয়েছে। বড় হিন্দি ছবি এলেই বাংলা সিনেমার শোয়ের সময় পেতে অসুবিধে হয়। সেই বিষয় উল্লেখ করেই চিঠি দেওয়া হয়েছে। অনেক দিন ধরেই এই চেষ্টা চলছে। যাতে বড় বড় হিন্দি সিনেমা এলে বাংলা সিনেমাকে ভবিষ্যতে ভুগতে না হয়। সারা বছর এবং ভবিষ্যতের জন্যই এই আলোচনার চেষ্টা। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন তিনি এই মুহূর্তে মুম্বইতে রয়েছেন। আগামীকালের মিটিংয়ে যদি সশরীরে উপস্থিত থাকতে না পারেন, সেক্ষেত্রে ভিডিও কলের মাধ্যমে অংশ নেবেন বৈঠকে।
এফপি/ টিএ