বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনাক্ষী সিনহা এবার এক নতুন যাত্রায় পা রেখেছেন দক্ষিণ ভারতের চলচ্চিত্র জগতে। টেলেগু সিনেমা দিয়ে দক্ষিণে অভিষেক ঘটাতে চলেছেন তিনি।
'জাতাধার' ছবিতে সুধীর বাবুর বিপরীতে দেখা যাবে তাঁকে। তবে এখানেই থেমে থাকছে না তাঁর দক্ষিণ অভিযান। নতুন খবরে জানা গেছে, সোনাক্ষী আরও একটি বড়সড় টেলেগু প্রজেক্টে চুক্তিবদ্ধ হয়েছেন।
এই নতুন ছবিটি একটি শক্তিশালী সামাজিক বার্তা বহন করবে বলে জানা গেছে। শীর্ষস্থানীয় একটি প্রযোজনা সংস্থা ছবিটি নির্মাণ করছে। আর এতে অভিনয় করবেন দক্ষিণ ভারতের একজন প্রথম সারির জনপ্রিয় নায়ক, যিনি বর্তমানে তরুণদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সোনাক্ষীর চরিত্রটি হবে গুরুত্বপূর্ণ এবং জোরালো যা তাঁকে সম্পূর্ণ নতুন আলোয় তুলে ধরবে।
টেলেগু সিনেমায় সোনাক্ষীর এই আগমন কেবলই একটি নতুন কাজ নয়, বরং তাঁর অভিনয়জীবনের এক সাহসী অধ্যায়। বলিউডে একাধিক হিট ছবির পর এখন টলিউডেও নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগোচ্ছেন তিনি।
চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র বলছে, খুব শিগগিরই প্রকাশ পাবে ছবির নাম, সহ-অভিনেতা ও সোনাক্ষীর চরিত্র সংক্রান্ত বিস্তারিত। কিন্তু তার আগেই পরিষ্কার হয়ে গেছে সোনাক্ষী সিনহা এবার দক্ষিণের পর্দা কাঁপাতে প্রস্তুত।
এমকে/টিএ