নস্ট্যালজিয়ার ঝলকে রেটিংয়ের ঝড় তুলল স্মৃতি ইরানির ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’। পাঁচ বছরের সব রেকর্ড ভেঙে দিয়ে একতা কাপুরের এই ম্যাগনাম ওপাস হিন্দি টেলিভিশনের ভিউয়ারশিপ তালিকায় এক নম্বর জায়গা দখল করেছে। অনুপমা-রাজত্বে ছেদ টেনে নতুন করে পথচলা শুরু করল ভিরানি পরিবার।
২৯ জুলাই স্টারপ্লাস ও জিও হটস্টারে সম্প্রচার শুরু হওয়া এই ধারাবাহিক পুরনো গল্পের ধারাবাহিকতা বজায় রেখেও আধুনিকতার ছোঁয়া দিয়েছে। তুলসীর শান্তিনিকেতন আজকের দিনে এসে লিঙ্গসাম্যের এক নতুন পাঠ দিচ্ছে। রান্নাঘরে এখন শুধু মেয়েরা নয়, পুরুষ সদস্যরাও সমানভাবে অংশ নিচ্ছেন। প্রতিটি পর্বে নতুন ট্যুইস্ট আর প্রাসঙ্গিক বার্তা যেন দর্শকদের এক নিঃশ্বাসে ধরে রেখেছে পর্দার সামনে।
বার্ক-এর (BARC) সাম্প্রতিক টিভিআর রিপোর্ট অনুযায়ী, ২.৫ রেটিং পেয়ে এই ধারাবাহিক পিছনে ফেলেছে রুপালি গঙ্গোপাধ্যায়ের জনপ্রিয় ‘অনুপমা’কেও, যেটি বর্তমানে ২.১ রেটিং নিয়ে তৃতীয় স্থানে। সাধারণত নতুন কোনও ফিকশন শো এত দ্রুত শীর্ষে পৌঁছায় না। তবে তুলসীর নাম শুনলেই যে এখনও আবেগ উথলে ওঠে দর্শকের, তারই প্রমাণ এই সাফল্য।
একটা সময় তুলসী হয়ে উঠেছিলেন ভারতীয় গৃহবধূর প্রতিচ্ছবি। সেই চরিত্রে স্মৃতি ইরানির প্রত্যাবর্তন যেন পুরনো দিনের সেই আত্মিক টানকে নতুন করে জাগিয়ে তুলেছে। দর্শক শুধু গল্প দেখছেন না, তাঁরা দেখছেন স্মৃতি, চেনা পরিবার, এবং বদলে যাওয়া সমাজের প্রতিচ্ছবি।
সোম থেকে শুক্র, রাত সাড়ে দশটায় ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’-র সম্প্রচার চলছে স্টারপ্লাসে। প্রজন্ম বদলালেও ভিরানি পরিবারের প্রতি দর্শকের ভালোবাসা যে একইরকম অটুট রয়েছে, তারই প্রমাণ স্মৃতি ইরানির এই ঐতিহাসিক কামব্যাক।
এসএন