বলিউড সুপারস্টার সালমান খানের দীর্ঘদিনের দেহরক্ষী শেরা ওরফে গুরমিত সিং জলির বাবা সুন্দর সিং জলি আর নেই। বুধবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন সুন্দর সিং জলি।
শেরা নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বাবার মৃত্যুসংবাদ জানান।
টাইমস নাউয়ের প্রতিবেদন অনুসারে, শেরা তাঁর বাবার মৃত্যুর খবর জানিয়ে বলেন, তার শেষযাত্রা আজ, অর্থাৎ বৃহস্পতিবার বিকেল ৪টায় আন্ধেরির ওশিওয়ারায় তাদের বাসভবন থেকে শুরু হবে। ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, বহু বছর ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন সুন্দর সিং জলি। অনেক দিন ধরেই তাঁর শরীরে বাসা বেঁধে ছিল এই ভয়ংকর মারণরোগ।
কিছুদিন আগেই সুন্দর সিংয়ের ৮৮তম জন্মদিন পালন হয়। ঠিক চার মাস পর তিনি না ফেরার দেশে। জন্মদিন উপলক্ষে শেরা ইনস্টাগ্রামে বাবার সঙ্গে কাটানো মুহূর্তের কিছু ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আমার জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ, আমার ঈশ্বর, আমার অনুপ্রেরণা ৮৮তম জন্মদিনের শুভেচ্ছা বাবা! আমার সব শক্তি তোমার থেকেই আসে। তোমাকে চিরকাল ভালোবাসি।
আশির দশকের শেষ দিকে শরীরচর্চার দুনিয়ায় কৃতিত্ব অর্জনের পর নব্বইয়ের দশকের শুরুতে শেরা বলিউডে পা রাখেন। সালমান খানের সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের সুবাদে আজও তাকে প্রায় প্রতিটি ইভেন্ট, অনুষ্ঠান ও শুটিংয়ে অভিনেতার পাশে দেখা যায়। বলিউডে যে কয়জন তারকা দেহরক্ষী নসর্বাধিক পরিচিত ও বিশ্বস্ত, শেরা তাদের মধ্যে অন্যতম হিসেবেই বিবেচিত হন।
ইউটি/টিএ